বেদবাণী(৩/১৩১)
'সংসারের চক্রে ভাগ্যবশতঃ লােকে শান্তি অশান্তিময় সুখ দুঃখ তরঙ্গ দ্বারা ভাসিয়া বেড়ায়, তাহাতে লােকের অভাব মােচন জন্যই অবিচ্ছিন্নে চলিয়া থাকে।এই অভাব মােচন জন্যই সৰ্ব্বদা পতিসেবা করিয়া পরম পবিত্র চিত্তে নিৰ্ম্মল পতিদেবের চিত্তপরায়ণ হইয়া নিত্য ভগবানের নিকট থাকিতে পারা যায়। নচেৎ অধৈৰ্য্যাদির দ্বারা তথায় যাওয়ার কোন উপায় লাভ করিতে পারেনা। অতএব পতিসেবা করিতে করিতে নিত্য স্থীর বুদ্ধির দ্বারা চিত্তে ভ্রান্তি কলুষ-নাশ করিয়া লইলে ভগবান নাম রুচি প্রদান করেন। অতএব সৰ্ব্বদা পতিসেবা করিবেন।পতিস্নেহের প্রত্যাশিত হইয়া সৰ্ব্বদা অহং কৰ্ত্তাভিমান পতিতে দিয়া পরম শান্তি লাভ করিতে পারিবেন, সন্দেহ নাই। সংসার মায়া বন্ধন মুক্তির একমাত্র পতিসেবাই ধৰ্ম্ম।'
জয়রাম। প্রণাম রইলো।
বেদবানী ৩য় খণ্ড।
বেদবানী ৩|১৩১
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
16:03
Rating:

No comments: