অদৃষ্টের চক্রেই ফলাফলে সুখ দুঃখ লাভ লোকসান প্রতিপন্ন করায় .......,বেদবাণী ১ম খন্ড (১৫৩)



অদৃষ্টের চক্রেই ফলাফলে সুখ দুঃখ লাভ লোকসান প্রতিপন্ন করায় । নিত্য মুক্তের জন্য সততই ব্যস্ত থাকা উচিৎ ।  যখন আপন বলিতে আপন শরীরেই অস্তিত্ব দেখা যায় না, তখন মিছামিছি কায়ার সম্বন্ধে পিতা পুত্র স্বামী সম্পদ কিছুরই অস্তিত্ব থাকিতে পারে না ।  কেবল মাত্র আপনাকে অর্থ নির্ব্বাসনা সূত্রেই মুক্ত করিতে পারে ।  তজ্জন্য কর্ম্মকান্ড প্রভৃতির প্রতি মনোযোগী না হইয়া আত্মার উদ্ধার চেষ্টা করিলেই ভব তরঙ্গ মুক্ত হইতে পারিবে ।

জয়_রাম
বেদবাণী ১ম খন্ড (১৫৩)


.............
অদৃষ্টের চক্রেই ফলাফলে সুখ দুঃখ লাভ লোকসান প্রতিপন্ন করায় .......,বেদবাণী ১ম খন্ড (১৫৩) অদৃষ্টের চক্রেই ফলাফলে সুখ দুঃখ লাভ লোকসান প্রতিপন্ন করায় .......,বেদবাণী ১ম খন্ড (১৫৩) Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 18:29 Rating: 5

No comments:

Powered by Blogger.