আসলে, নামের পর নাম, আবার নামের পর নাম,এভাবে অবিরল নাম জপতে জপতে হৃদয়ে বিনে সুতার মালা তৈরী হয়।

আসলে, নামের পর নাম, আবার নামের পর নাম,এভাবে অবিরল নাম জপতে জপতে হৃদয়ে বিনে সুতার মালা তৈরী  হয়।






★৬৯/  ঠাকুর !  নামের মালা কি?
       " নামের মালাতো হৃদয়গ্রন্থিতে অবিরল ধারায় চলার কথা। এতো বিনে সুতার মালা "।
  [ আসলে, নামের পর নাম, আবার নামের পর নাম,এভাবে অবিরল নাম জপতে জপতে হৃদয়ে বিনে সুতার মালা তৈরী  হয়। সারাজীবন সবসময় নাম জপে জপে এক দীর্ঘ নামের মালা গেঁথে,তাঁরি শ্রীচরণে রেখে, যদি পারা যায় বিদায় নিতে, তবেই জীবন সার্থক হতো।]
  






★ ৭০/ ঠাকুর! এ সংসারে যে ভয় লাগে?
" আপনেগ কোন ভয় নাই। আশ্রয়  যখন পাইছেন আমি আপনাগো  ছাইড়া যামু কই? আপনার দেহ আমার মন্দির, আপনার গৃহ আমার আশ্রম। আমি যে এ মন্দিরের সেবক। কেবল গরীব বামুনের একটি কথা,নাম করলে সব হইব। আরো জানবেন, নাম যখন পাইছেন আপনাগো নিত্যানন্দ ধামে নিয়া যামুই-যামু। "
(শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বই হইতে সংগ্রহ)
               জয় রাম জয় গোবিন্দ
আসলে, নামের পর নাম, আবার নামের পর নাম,এভাবে অবিরল নাম জপতে জপতে হৃদয়ে বিনে সুতার মালা তৈরী হয়। আসলে, নামের পর নাম, আবার নামের পর নাম,এভাবে অবিরল নাম জপতে জপতে হৃদয়ে বিনে সুতার মালা তৈরী  হয়। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 14:46 Rating: 5

No comments:

Powered by Blogger.