..............

জগতে হ্রাস বৃদ্ধির তরঙ্গ দ্বারা ভ্রান্তিমূলক অসত্য অস্থায়ী চিহ্ন দ্বারা মায়াজাল বিস্তার করিয়া জীবগণকে মোহগর্ত্তে আকৃষ্ট করিয়া থাকে । ইহাকেই বদ্ধজীব বলে ..বেদবাণী ১ম খন্ড (১৫৫)...

বেদবাণী ১ম খন্ড (১৫৫)

জগতে হ্রাস বৃদ্ধির তরঙ্গ দ্বারা ভ্রান্তিমূলক অসত্য অস্থায়ী চিহ্ন দ্বারা মায়াজাল বিস্তার করিয়া জীবগণকে মোহগর্ত্তে আকৃষ্ট করিয়া থাকে । ইহাকেই বদ্ধজীব বলে  ।  এই জন্য ভগবান নিত্যস্বরূপ সহ্য ভাবকে পৃথিবীতে প্রতিষ্ঠা "বলং বলং বাহু বলং" ধ্বনি সঞ্চার করিতেছেন একমাত্র ভগবানই সত্য ও স্থায়ীরূপে ত্রিলোক এবং লোকাতীতে বিচরণ করিতেছেন। জাগ্রতরূপে সর্ব্বতোভাবে চৈতন্যদান করিয়া থাকেন। কর্ত্তৃত্বাভিমান বশতঃ তৎ প্রকৃতির বিকাশ থাকে না বলিয়াই সুখ দুঃখাদির দ্বারা পরম চেষ্টার বৈগুণ্য করিয়া তোলে । যাহা হউক পতিব্রত ধর্ম্ম পরমানন্দ আচ্ছন্ন করিয়া রাখে, পরিশেষে পবিত্র করিয়া দেয় ।  চিন্তা নাই।।

জগতে হ্রাস বৃদ্ধির তরঙ্গ দ্বারা ভ্রান্তিমূলক অসত্য অস্থায়ী চিহ্ন দ্বারা মায়াজাল বিস্তার করিয়া জীবগণকে মোহগর্ত্তে আকৃষ্ট করিয়া থাকে । ইহাকেই বদ্ধজীব বলে ..বেদবাণী ১ম খন্ড (১৫৫)... জগতে হ্রাস বৃদ্ধির তরঙ্গ দ্বারা ভ্রান্তিমূলক অসত্য অস্থায়ী চিহ্ন দ্বারা মায়াজাল বিস্তার করিয়া জীবগণকে মোহগর্ত্তে আকৃষ্ট করিয়া থাকে । ইহাকেই বদ্ধজীব বলে  ..বেদবাণী ১ম খন্ড (১৫৫)... Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 18:50 Rating: 5

No comments:

Powered by Blogger.