'প্রারব্ধংভুঞ্জমানানি গীতাধ্যান পরায়ণা।''ভগবানের নাম রুপ একই।নাম নিয়া পড়িয়া থাকিলেই নাম করা হয়.বেদবানী ৩য় খন্ড(৩৩).....
প্রারব্ধংভুঞ্জমানানি গীতাধ্যান পরায়ণা।''ভগবানের নাম রুপ একই।নাম নিয়া পড়িয়া থাকিলেই নাম করা হয়,...........
![]() |
শ্রী শ্রী রামঠাকুর বেদবানী ৩য় খন্ড(৩৩) |
''প্রারব্ধংভুঞ্জমানানি গীতাধ্যান পরায়ণা।''ভগবানের নাম রুপ একই।নাম নিয়া পড়িয়া থাকিলেই নাম করা হয়,অর্থাৎ কর্ত্তৃত্বদেহের অহংজ্ঞানকে পরিহার নিমিত্ত নামের প্রতিষ্ঠা করিয়া সেই নামের মন্দির দেহ মনে করিয়া বোধ হইলেই নাম প্রতিষ্ঠা হয়।সেই নামেরই সেবা করিয়া যাইতে যাইতে পরম পুরুষার্থ যে সামর্থা শক্তি ভগবান তাঁহার প্রকাশ হইয়া থাকে।এই দেহ ছাড়িয়া গেলে সেই যে ভাব আবরণ লাভ করিয়া জীবের বন্ধন যে প্রাক্তন তাহা মুক্ত হয়।ঐরুপ নামের চিন্তা করিতে করিতে প্রারব্ধ দেহ মুক্ত হইয়া নিত্যধামে চলিয়া যায়।এই সংসারের কাহারো কোন দোষগুণের প্রশংসা অপ্রশংসা না নিয়া নিরপেক্ষ ভাবে ভগবানের অধীন হইয়া থাকিলে কোন উৎপাত হৃদয়ে স্থান পায় না।পরম শান্তির আধার হইয়া থাকে।অতএব যে যেরুপই করুন না কেন সকলই তাহার গুণের প্রারব্ধ,সময়েতে যখন বুঝিতে পারিবে তখন আপনা আপনিই স্থিরবুদ্ধি হইয়া আসিবে।তার জন্য বাধা না দিয়া মিত্রতা রাখাই পরম শ্রেয়।
-শ্রী শ্রী রামঠাকুর
বেদবানী ৩য় খন্ড(৩৩)
'প্রারব্ধংভুঞ্জমানানি গীতাধ্যান পরায়ণা।''ভগবানের নাম রুপ একই।নাম নিয়া পড়িয়া থাকিলেই নাম করা হয়.বেদবানী ৩য় খন্ড(৩৩).....
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
19:00
Rating:

No comments: