..............

যে ডিঙ্গিতে ঠাকুর যার কাণ্ডারী হয়ে বসে আছেন সে ডিঙ্গির কোন ক্ষতি হতেই পারে না।



 যে ডিঙ্গিতে ঠাকুর যার কাণ্ডারী হয়ে বসে আছেন সে ডিঙ্গির কোন ক্ষতি হতেই পারে না।

একবার ছোট্ট একটা ডিঙ্গি নৌকা করে কয়েকজন ভক্ত শ্রীশ্রীঠাকুরকে নিয়ে মুনশীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ আসার সময় ঝড় বৃষ্টির কবলে পড়েন।
বড় বড় ঢেউ এসে ডিঙ্গিখানাকে ধাক্কা দিয়ে যাচ্ছে। ঢেউয়ের তোড়ে জল ঢুকে পড়ছে ডিঙ্গির ভেতর। সবাই ভাবছে এ যাত্রায় আর বোধহয় রক্ষা পাবার আশা নেই।
শুধু রামঠাকুর নির্বিকার ভাবে বসে আছেন।
একসময় তিনি হঠাৎ বললেন---
"ঢেউগুলো হরিনাম করতে করতে  ডিঙ্গিটাকে গুঁতো মেরে যাচ্ছে।"
সবাই অস্থির। ওদিকে বৃষ্টিরও দাপট অব্যাহত। ডিঙ্গিটা মাঝে মাঝে এমনি ভাবে চলছে যে এবার বুঝি উল্টে যাবে।
ঠাকুর গুন গুন করে ভিতরে বসে গান গাইছেন আর মাঝে মাঝে বলছেন--
"ভয় নেই, একটু বাদেই সব ঠিক হয়ে যাবে।"
ডিঙ্গি নৌকাটা খুবই দুলতে দুলতে চলেছে।
সবার মনে প্রবল আশঙ্কা, নিদারুণ এক উদ্বেগ।
এমন দুর্যোগে না বের হলেই ভাল হত। কত কি যে সবাই ভাবছেন তার শেষ নেই।
শুধু একটা জিনিস কেউ ভাবছেন না বা ভুলে গেছেন - যে ডিঙ্গিতে ঠাকুর যার কাণ্ডারী হয়ে বসে আছেন সে ডিঙ্গির কোন ক্ষতি হতেই পারে না।
পার করার মালিক তিনি,  অবশ্যই পার করে দেবেন।
অবশেষে ডিঙ্গিখানা গন্তব্যে পৌঁছে গেল। সবাই হাঁফ ছেড়ে বাঁচলেন।
পার্থিব জগতের মানুষ আমরা।
"কিন্তু"-র জলবিন্দু সব সময় টলমল করছে আমাদের জীবন পদ্মপাত্রে।
যদিও ভেবে নেওয়া যায় ঠাকুর আছেন ভয় কি ?
তবুও মনে মনে "কিন্তু" যদি ডুবে যায় ---
সম্পূর্ণ বিশ্বাস ও আত্মনিবেদন থাকে কি?
একেই বলে দ্বিধা,। অজ্ঞানতার ভয়।
ঈশ্বর  নির্ভরতা আমাদের কতটুকু ?

যে ডিঙ্গিতে ঠাকুর যার কাণ্ডারী হয়ে বসে আছেন সে ডিঙ্গির কোন ক্ষতি হতেই পারে না।  যে ডিঙ্গিতে ঠাকুর যার কাণ্ডারী হয়ে বসে আছেন সে ডিঙ্গির কোন ক্ষতি হতেই পারে না। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 06:51 Rating: 5

No comments:

Powered by Blogger.