বেদবাণী (৩/১৩৩)
আপন কর্তৃত্বের মধ্যে না থাকিয়া কেবল ভগবানের উপর নির্ভর করিয়া লাভ লােকসান, সিদ্ধ অসিদ্ধ, জয় অজয়, ভাল মন্দ কোন বিষয়ে লক্ষ্য না রাখিয়া সংসারে গুরােপদিষ্ট কাৰ্য্য করিতে থাকুন। ভগবান যাহা করেন তদ্বিষয়ে সন্তোষ থাকিয়া কেবল কৰ্ম্ম করিবেন। কেবল ভক্তি ব্যতীত সকল ভাবই সংসার বন্ধন হেতু। কাশীক্ষেত্র (শরীর), ভক্তিশ্রদ্ধা (গয়া) তৎসাধা হইয়াছে গঙ্গা, নিজ গুরুচরণ প্রয়ােগ।
বেদবানী ৩|১৭৭
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
16:02
Rating:

No comments: