লােকের কথায় কি যায়?বেদবাণী (৩/১৩৪)


লােকের কথায় কি যায়? সত্যের আবরণই রজঃ তমঃ, একেই ম্লেচ্ছ অর্থাৎ ময়লা বলে। সত্য কখনও মলিন হয় না। যে যাহা বলুক, যে যাহা করুক সর্বদাই সহিষ্ণুতাকে আশ্রয় করিয়া সহ্য করিয়া কেবল গুরু স্মরণ করিবে।
                          জয় রাম
লােকের কথায় কি যায়?বেদবাণী (৩/১৩৪) লােকের কথায় কি যায়?বেদবাণী (৩/১৩৪) Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 16:05 Rating: 5

No comments:

Powered by Blogger.