..............

শ্রীশ্রীরামঠাকুরের লীলা মাধুরীঃ

শ্রীশ্রীরামঠাকুরের লীলা মাধুরীঃ~



কয়েকদিন হল শ্রীশ্রীঠাকুর এসেছেন চট্টগ্রামে।

ভক্তদের মধ্যে পড়ে গেল আনন্দের সাড়া--
উথলে উঠল জনসমুদ্র....
উঠবে না কেন?
যাঁকে দর্শনে পুণ্য, চিন্তনে দর্শন এবং স্পর্শনে মুক্তি -- তাঁর পদার্পণে চট্টগ্রামের ধূলিকণা যে সোনা হয়ে গেছে...
সোনার ঠাকুরকে দেখতে এসেছে সোনার ভক্তবৃন্দ...
এসো, এসো... এসো তুমি.....
এসো আমার ঘরে....
সবার কন্ঠেই আমন্ত্রনের ধ্বনি---
প্রভু, একবারটি আমার ঘরে পদার্পণ করে কৃতার্থ করুন....
তাদের বিশ্বাস -- ঠাকুরের শ্রীচরণযুগল
বহন করে নিয়ে আসে কল্যাণ ও শান্তি।
তাই ত তাঁকে সবাই আকুল হয়ে ডাকে ব্যাকুল সুরে....।
শ্রীশ্রীঠাকুরের অনুগত এক ভক্ত এখানকার মুনসেফ।
বড়ই ব্যস্ত হয়ে পড়লেন তিনি তাঁর বাসায় ঠাকুরকে নেবার জন্য। বারেবারে তিনি  অনুরোধ জানাতে লাগলেন....
অবশেষে ঠাকুর কথা দিলেন।
নির্দিষ্ট দিনে যথা সময়ে ঠাকুর এসে উপস্থিত হলেন মুনসেফ বাবুর বাড়ীতে।
কিন্তু বেশী সময় ত অপেক্ষা করতে পারবেন না তিনি।
অন্য ভক্তবৃন্দও যে পথ চেয়ে আছেন...
তাদের বাড়ীতেও যেতে হবে যে....।
মুনসেফ বাবু ঠাকুরকে নিজ বাড়ীর ঘরগুলো ঘুরে ঘুরে দেখাতে লাগলেন...
অবশেষে মুনসেফ বাবু ঠাকুরকে নিয়ে নিজ শয়নকক্ষে প্রবেশ করলেন।
বললেন -- " বাবা, আমাদের পরম সৌভাগ্য
আপনি আজ এসে দর্শন দিয়েছেন।
সব চাইতে আনন্দের কথা - এ বাড়ীর সবগুলো ঘরেই আপনার চরণধূলি পড়ল।
এবার একটু এদিকে এগিয়ে  আসুন
ঘরটির এক কোণে রয়েছে একটি লোহার সিন্দুক। সেদিকে দেখিয়ে মুনসেফ বাবু বললেন--
"এবার যে আরো একটু কষ্ট আপনাকে করতে হবে বাবা। দয়া করে এই সিন্দুকটির ওপর আপনি চরণস্পর্শ দিন।"
মুনসেফ বাবুর ধারণা ঠাকুরের পদস্পর্শ পড়লেই ভরে উঠবে তার লোহার সিন্দুক।
মূঢ মুনসেফ বাবু হীরা ফেলে চাইলেন কাঁচ।
চাইলেন আলোর বদলে অন্ধকারের পরশ।
কিন্তু দয়াল ঠাকুর তাঁর ভুলের স্বপ্ন ভেঙ্গে দিয়ে বললেন --
"তা'হলে যে ওর ভেতরে রাখবার মত কিছুই আর থাকবে না।
টাকাকড়ি সব মুক্তি পেয়ে যাবে সিন্দুকের বন্ধন থেকে।"
চমকে উঠলেন মুনসেফ বাবু....???
এ কি করতে চলেছিলেন তিনি....!!!
মুহূর্তের মধ্যে তাঁর ভক্তির জোয়ার চলতে থাকে উজানে....
ধীরে ধীরে কৌশলে ঠাকুরকে নিয়ে বেরিয়ে আসেন সেই ঘর থেকে।
আত্মমুক্তিদাতার কাছে মুনসেফ বাবু চাইছেন ভববন্ধনের জ্বালার দহন....
ঠাকুর কি তা দিতে পারেন...???
তাই তো ঠাকুর ইঙ্গিতে তুলে ধরলেন তাঁর সামনে...  মুক্তির গৈরিক পথ......
জয়রাম।। জয়রাম

ফেইসবুক থেকে সংগৃহীত। 




শ্রীশ্রীরামঠাকুরের লীলা মাধুরীঃ শ্রীশ্রীরামঠাকুরের লীলা মাধুরীঃ Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 12:38 Rating: 5

No comments:

Powered by Blogger.