..............
ঠাকুরের পট একটি জীবন্ত বিগ্রহঃ


একবার শ্রীশ্রী ঠাকুর বাগানের ঘরে বসে আছেন। আমার ছোট ভাই শংকর এক সময় লজেন্স খাচ্ছিল। শ্রীশ্রী ঠাকুরকে একটা লজেন্স দিয়ে বলল, "তুমিও খাও। "সামান্য হেসে সামনে বসানো শ্রীশ্রী ঠাকুরের ছবি দেখিয়ে শ্রীশ্রী ঠাকুর বললেন, "তুমি ঐখানেই দাও। দেখো না আমার দাঁত নাই, তাই ঐখানেই দাও, তাইলেই আমার খাওয়া হইব।"
কি দয়াল আমাদের শ্রীশ্রী ঠাকুর। কত স্পষ্টভাবে, কত সাধারনভাবে বুঝিয়ে দিলেন, ও ছবি তো শুধুমাত্র ছবি বা পট নয়, জীবন্ত বিগ্রহ, তাতে শ্রীশ্রী ঠাকুর স্বয়ং বিদ্যমান। তাই তো তিনি বললেন, "ঐখানে দাও, তাইলেই আমার খাওয়া হইব।" তিনি স্বয়ং উপস্থিত থাকা সত্ত্বেও ছবির উল্লেখ করলেন, বোঝালেন আমরা শ্রীশ্রী ঠাকুরকে ছবিতে দেখি, সে ছবি শুধু ছবি নয়, তা যে জীবন্ত, স্বয়ং তিনি বিদ্যমান। আমরা বুঝি না বুঝি, দেখি বা না দেখি শ্রীশ্রী ঠাকুর তাতে স্পষ্টভাবে আছেন। আর তাই শ্রীশ্রী দয়াল ঠাকুর দয়া করে আমাদের এভাবে বুঝিয়ে দিলেন।

~জয় গুরু শ্রীরাম। 
শ্রী অজিত কুমার সেন।
পুনঃপ্রচারে কৈবল্যধাম।।
Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 09:47 Rating: 5

No comments:

Powered by Blogger.