ঠাকুর আরও বললেন, "বুঝান যায় সকলকে শুধু বুঝেনা নিজের মন।"

ঠাকুর আরও  বললেন, "বুঝান যায় সকলকে শুধু বুঝেনা নিজের মন।"

শ্রী শ্রী রামঠাকুর।
★ ঠাকুর আরও  বললেন, "বুঝান যায় সকলকে শুধু বুঝেনা নিজের মন।"

[ এ সংসারে কেবল নিজের মনকে বুঝানোই বড় কঠিন। প্রত্যেকে নিজের মনকে বুঝাতে পারলে তবেই সব শান্তি হয়ে যেতো।  ভাবুক জন বলেন,
"আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাই নে।
আমি পরেরে শিখাই কত নীতিকথা,মনেরে শুধু শিখাই নে।
আমি যাহা কিছু খাই ভষ্ম আর ছাই,তব নামামৃত সুধা চাই নে।"
জানি না নিজের মনকে  কখন  শিখানো যাবে? তবে ঠাকুরের নাম প্রসাদ পেলে মন আপনা আপনি  শিখবে এবং শান্তও হবে। ]
★৬৬/  ঠাকুর!  নাম করব কত বার?

  " নাম করবেন অনিবার। "
(শ্রী  শ্রী ঠাকুরের নাম প্রসাদ বই হইতে সংগ্রহ। জয় রাম জয় গোবিন্দ।)




শ্রী শ্রী রামঠাকুর এর কথা ও বাণী। 
ঠাকুর আরও বললেন, "বুঝান যায় সকলকে শুধু বুঝেনা নিজের মন।" ঠাকুর আরও  বললেন, "বুঝান যায় সকলকে শুধু বুঝেনা নিজের মন।" Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 16:16 Rating: 5

No comments:

Powered by Blogger.