বেদবাণী ১ম খন্ড (১৫২)


sri sri Ramthakur


জয়_রাম

বেদবাণী ১ম খন্ড (১৫২)

পতিব্রতার সত্যতা প্রভাবে কোনটারই অভাব থাকিতে পারে না। সত্য ধর্ম্ম সত্য পরা ভগবান নিত্য নিকটস্থ থাকিয়া অকপট শক্তি দান করিয়া পতিব্রতার রক্ষা সাধন করিয়া থাকেন ইহা বেদজ্ঞ ঋষিগণের আঢ্য প্রতিজ্ঞা, সন্দেহ নাই ।  পতিব্রতার স্বধর্ম্ম পালনে নিত্য উন্মুখ কাল যাপন করেন ।  একং সত্যং পরম্ ধীমহি । পতিব্রতা ধর্ম্ম সামান্য সুখের লোভে নাশ করিয়া অভাব সাগরে ভাসিতে নাই। সত্যই সকল অভাব নাশ করিয়া থাকে,  ঐশ্বর্য্য বৈভব ধনজন রত্নাদি কেবলমাত্র পতি ধর্ম্মের ব্যাঘ্যাৎ কারণ।

জয় গোবিন্দ

বেদবাণী ১ম খন্ড (১৫২) বেদবাণী ১ম খন্ড (১৫২) Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 18:44 Rating: 5

No comments:

Powered by Blogger.