ঠাকুর বলিলেন -গুরু বলতে নামই গুরু

🔱 YouTube Title (Bengali & English):

"গুরু বলতে নামই গুরু" — ঠাকুরের গম্ভীর বাণী | The Guru is the Name Itself - Spiritual Insight


📜 Description (YouTube Bengali Post):

ঠাকুর বলেছিলেন – “গুরু বলতে নামই গুরু।”

এই অনন্য সন্ধ্যাসময়ে নবদ্বীপ বণিক নামক এক গুরুভ্রাতা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, তিনি কি 'গুরু গুরু' বলে ডাকতে পারেন। ঠাকুরের উত্তর ছিল আধ্যাত্মিক ভাবনায় পূর্ণ।

একদিন সন্ধ্যার প্রাককালে কতিপয় গুরুভ্রাতা আসিলেন। নবদ্বীপ বণিক নামে এক গুরুভ্রাতা করজোরে নিবেদন করিলেন, “ বাবা আমাকে যে নাম দিয়াছেন, সেই নামের পরিবর্তে “গুরু গুরু” বলিয়া ডাকিতে ভাল লাগে এবং তাতে আনন্দও পাই। এখন আমি কি করিব?
ঠাকুর বলিলেন -

গুরু বলতে নামই গুরু। গুরু শব্দও নাম বই আর কিছু নয়। গুরু নামে আর পাওয়া নামে কোন পার্থক্য তো দেখি না। নামের উপর অচল, অটল, ভক্তি, অন্ধবিশ্বাস থাকলেই হইল। এই নামের সেবা যত্ন করতে করতে নামের সঙ্গে ক্রমে ক্রমে ভালবাসা জন্মে। ভালবাসা হইলে পরে অনুরাগ হয়। অনুরাগ হইলে প্রেম হয়। প্রেম হইলে নামে রুচি হয়। রুচি হইলে নামের সঙ্গে প্রেম করতে করতে ভাব হয়। সেই ভাবে সকল অভাব দূর হইয়া যুগল মিলন হয়। এই যুগল মিলন, প্রতি শ্বাসে-প্রশ্বাসে নাম করতে করতে এক সময় শ্বাস-প্রশ্বাস বন্ধ হইয়া যায়। এই অবস্থায় যতক্ষণ থাকা যায় ততক্ষণই যুগল মিলন অবস্থা।



ঠাকুর ব্যাখ্যা করলেন—
👉 নামই গুরু।
👉 গুরু শব্দ নিজেই এক মহান নাম।
👉 যদি নামের প্রতি অটল, অচল ভক্তি রাখা যায়, তবে সেই নামেই সবকিছু লাভ করা সম্ভব।

নামের সেবার মাধ্যমে ভালোবাসা, প্রেম, রুচি ও ভাবের জন্ম হয়।
এই ভাবেই শেষ পর্যন্ত যুগল মিলনের অবস্থায় উপনীত হওয়া যায় – যেখানে প্রতিটি শ্বাসে শুধু নামই বাজে, আর একসময় শ্বাস-প্রশ্বাসও থেমে যায় ঐ ভাবের গভীরতায়।

📿 আসুন শুনি ঠাকুরের মুখে এই মহা সত্যকথা —
🕉️ প্রেম ও ভক্তির এক অনন্য পথপ্রদর্শন!

🙏 ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।


🔖 Hashtags:

#SriSriRamThakur #SpiritualWisdom #GuruKripa #NaamBhakti #BengaliSpirituality #RamThakurVani #BhaktiMarg #DivineName #KirtanBhakti #গুরু


📌 Keywords for Search Optimization:

  • ঠাকুর বলিলেন গুরু বলতে নামই গুরু

  • রাম ঠাকুর বাণী

  • গুরু ও নামের মহিমা

  • ঠাকুরের উপদেশ

  • নাম জপের উপকারিতা

  • যুগল মিলন অবস্থা

  • আধ্যাত্মিক বাংলা ভিডিও

  • ঠাকুরের উপদেশ বাংলা

  • Ram Thakur Guru Naam Bengali

  • Spiritual guidance in Bengali

ঠাকুর বলিলেন -গুরু বলতে নামই গুরু।





ঠাকুর বলিলেন -গুরু বলতে নামই গুরু ঠাকুর বলিলেন -গুরু বলতে নামই গুরু Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 17:19 Rating: 5

No comments:

Powered by Blogger.