ভাগ্যে যাহা যাহা ঘটিবে তাহাই সন্তোষের বিষয় জানিয়া,ধৈর্য্য ধরিয়া প্রারব্ধভোগের বেগ ক্ষয় করিয়া যাইতে হয়।

জয়রাম। 

''ভাগ্যে যাহা যাহা ঘটিবে  তাহাই সন্তোষের বিষয়  জানিয়া,ধৈর্য্য  ধরিয়া প্রারব্ধভোগের বেগ ক্ষয় করিয়া যাইতে হয়।''

               (২/১২৯)

     '' সংসারের  আয়-ব্যায় সকলই ভাগ্যে জুটিয়া থাকে। ভাগ্যফলের জন্য স্পৃহা  এবং ক্ষোভ করিতে নাই।''

                    (২/১৩৩)
বেদবানী ২য় খণ্ড। 
ভাগ্যে যাহা যাহা ঘটিবে তাহাই সন্তোষের বিষয় জানিয়া,ধৈর্য্য ধরিয়া প্রারব্ধভোগের বেগ ক্ষয় করিয়া যাইতে হয়। ভাগ্যে যাহা যাহা ঘটিবে  তাহাই সন্তোষের বিষয়  জানিয়া,ধৈর্য্য  ধরিয়া প্রারব্ধভোগের বেগ ক্ষয় করিয়া যাইতে হয়। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 11:28 Rating: 5

No comments:

Powered by Blogger.