*বাচ্চাদের মাঝে ঠাকুর*
একবার সরস্বতী পুজার সময় শ্রীশ্রী ঠাকুর ঢাকার কোনো এক শিষ্যের বাড়িতে অবস্থান করছিলেন। পাশেই একটি বাচ্চাদের স্কুল। কচি-কাঁচা ছাত্র-ছাত্রীরা স্কুলে পুজার আয়োজন করছে। তারা আশেপাশের সব্বাইকে নিমন্ত্রণ করেছে। কী মনে হতে তারা শ্রীশ্রী ঠাকুরকেও নিমন্ত্রণ করতে এল। নাবালক নাবালিকারা বললো-আমরা সরস্বতী পুজার আয়োজন করছি। তোমার নিমন্ত্রণ। তোমাকে কিন্তু আসতেই হবে, মনে থাকে যেন। ঠাকুর বললেন- আইচ্ছা কথা দিলাম, যামু
শিষ্যদের নিয়ে ঠাকুর সরস্বতী পুজার স্থানে আসতেই বাচ্চারা পরম উৎসাহে ঠাকুরের হাত ধরে তাঁকে নিয়ে একটা চেয়ারে বসাল। তারপর শ্রীশ্রীসরস্বতী পূজার উপকরণ, ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে বসাল অর্ঘ্য দিতে। ক'টি মেয়ে ফুলের মালা গেঁথে শ্রীশ্রী ঠাকুরকে পড়িয়েদিল। ক'জন এসে ঠাকুরের কপালে চন্দনের
টিপ পড়িয়ে দিল। সব্বাই মিলে তারা ঠাকুরের পায়েও পুষ্পাঞ্জলি দিল। আবার ধূপ-দীপ জ্বালিয়ে আরতীও করল। তারপর নৈবেদ্যের থালা সাজিয়ে ঠাকুরের সামনে রেখে বললো ঠাকুর খাও।
ঠাকুর স্নেহভরা দৃষ্টিতে বাচ্চাদের দিকে তাকিয়ে রইলেন এবং প্রস্তর মূর্তির ন্যায় বসে রইলেন।
বাচ্চাদের নমস্কার শেষ হতেই ঠাকুর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বললেন -তোমাদের পূজায় মা সরস্বতী খুউব সন্তুষ্ট হইছেন। ঠাকুর কচি-কাঁচাদের অপার স্নেহ ও আশীর্বাদ জানিয়ে আশ্রিতের বাড়িতে ফিরে এলেন।





পরমেষ্ঠী গুরু শ্রীশ্রীরামঠাকুর
একবার সরস্বতী পুজার সময় শ্রীশ্রী ঠাকুর ঢাকার কোনো এক শিষ্যের বাড়িতে অবস্থান করছিলেন।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
08:45
Rating:

No comments: