আমি রাগ দেখাই , রাগ করি না । ফোঁস করি , কামর দেই না । আমার রাগ তরঙ্গ হীন । : - - শ্রীশ্রী রামঠাকুর ।
আমি রাগ দেখাই , রাগ করি না ।
ফোঁস করি , কামর দেই না ।
আমার রাগ তরঙ্গ হীন ।
: - - শ্রীশ্রী রামঠাকুর ।
গতকালের পরের এবং অন্তিম অংশ ।
বিকাল বেলা ভয়ে ভয়ে যাইয়া শ্রীঠাকুরের চোখে
ঔষধ দিলাম ।
সেখানে তখন আমার পিতামাতা বসিয়াছিলেন ।
ঠাকুর শয়নাবস্থা হইতে উঠিয়া জিজ্ঞাসা করিলেন ,---
" ফণী এখানে আছ " ?
আমি উত্তর দিলাম , আছি ।
ঠাকুর বলিলেন ---- " আস , এইখানে আইসা বস " ।
" তোমারে কয়টা কথা বলুম " ।
আমি ইতস্তত করিতেছি দেখিয়া পিতাঠাকুর আমাকে বসিতে ইঙ্গিত করিলে , উঠিয়া বসিলাম ।
শ্রীঠাকুর স্নেহ আদর করিতে করিতে বলিতে লাগিলেন ,----
" আমি রাগ দেখাই , রাগ করি না " ।
" ফোঁস করি , কামড় দেই না " ।
" আমার রাগ তরঙ্গ হীন " ।
" তাতে চিত্তে ঢেউ খেলে না ,
কোন রকম দাগ কাটে না " ।
" দাগ কাটে না বইলাই আমার ক্রোধ সাময়িক ও অস্থায়ী " ।
"ক্রোধ আমারে পায় না ,
প্রয়োজন বোধে আমিই ক্রোধেরে পাইয়া থাকি " ।
" স্বভাবেই থাকি " ।
" স্বভাবের অভাব হয় না " ।
" আমি তোমারে ক্রোধ দেখাইছি " ।
" এখন আর স্মরণেও নাই " ।
" গরম জল ফুরাইয়া গেছে ,
সরল ভাবে আমারে জানাইলেই হইত " ।
" তা না কইরা তুমি দৈতবুদ্ধির আশ্রয় নিলা কেন " ?
" সরলতার আশ্রয়ে থাকা নিরাপদ " ।
" শিশুর সরলতাই একমাত্র আশ্রয় " ।
" সেইখানে মন , বুদ্ধির ক্রিয়া নাই " ।
" সেইজন্য শিশুদের মধ্যে ভগবান বিরাজ করেন " ।
" শিশুর মত সরল হইতে পারলে ভগবানরে পাওযা যায় " ।
" আমি বাঞ্ছা করি তুমি শিশুর মত সরল হও " ।
" সরলতা আমি ভালবাসি " ।
" শুধু সরলতা দিয়াই আমারে পাওযা যায় " ।
" সাধ্য সাধনে মিলে না " ।
" তোমার শোধনের প্রয়োজন হইয়া পড়ছিল " ।
" আমার স্বভাব ভাল নয় বইলা , কেহ আমারে ভালবাসে না " ।
" তোমারে না দেখলে , আমারে দেখবে কে " ?
" যামু কই " ?
এই বলিয়া শ্রীঠাকুর নীরব হইতেই আমি শ্রীপাদপদ্মে প্রণাম করিয়া নীচে চলিয়া গেলাম ।
" জয়রাম "
শ্রী ফনীন্দ্র কুমার মালাকার লিখিত ,
>" রামভাই স্মরণে "
পৃষ্ঠা সংখ্যা ৩০ হইতে ।
আমি রাগ দেখাই , রাগ করি না । ফোঁস করি , কামর দেই না । আমার রাগ তরঙ্গ হীন । : - - শ্রীশ্রী রামঠাকুর ।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
16:08
Rating:

No comments: