সর্ব্বদা সকল ভার ভগবানের উপর রাখিয়া নাম করিতে থাকিবেন, নামেই শুচি করিয়া উদ্ধার করেন। ভাগ্যবশতঃ সুখ দুঃখাদি ভোগ করিয়া থাকে, তাহার জন্য উদ্বিগ্ন হইতে নাই। সংসারে স্বধর্মই অকর্ত্তা বুদ্ধি, এই বুদ্ধির আহরণে সকল পাপ মুক্ত হইয়া কৃতকর্ম্ম স্থির করে। বুদ্ধি স্থির করিয়া নিত্যানন্দ ধাম প্রাপ্ত দেয়। সুখে দুঃখে সমান করিয়া নিত্য আনন্দ থাকে।
(বেদবাণী ১/৯৬)
শ্রীশ্রী রামঠাকুর।
জয়রাম জয়গোবিন্দ
No comments: