ভগবানের রাজ্যে সুখ দুঃখ শান্তি অশান্তির তরঙ্গ নাই। অনুভূতি যাহা লোকে সাধনাদি সূত্রে লাভ করে তাহা কেবল গুনের বন্টন অবস্থা , তরঙ্গ মাত্র। সত্ত্ব গুনের আধিক্যে সুখ অনুভূতি,রজ গুনের আধিক্যে চঞ্চল নানান চেষ্টা কর্ম করার ইচ্ছা,তম গুনের আধিক্যে নানান অভাব বিষাদ প্রমাদ নানান অশান্তির উৎকর্ষ করিয়া থাকে। অতএব সর্বদা নিধূত' গুনাতীত গুরু বাক্যে আস্থা করিয়া থাকিলে ক্রমে ক্রমে গুন সকল আপন বশবর্তীতে আসিয়া পরমপদ ভক্তির সঞ্চার করিয়া থাকে। ভগবানের নিকটেও অভাবাদি গুন হইতে যাহা হয় তাহা ভগবানকে নিয়াই খেলা করে।
জয়রাম জয়গোবিন্দ 



বেদবানী ১\১৩০
No comments: