কটা নিয়া থাকায় ভালো -অনেক কিছুতে দারিদ্র্যতা আসে। গর্বহারী ভগবান, কারো গর্ব -অভিমান থাকিতে দেন না। সংকল্প থেকেই ঈশ্বর লাভ হয়-বেদবিধিতে পাওয়া যায় না। সত্যনারায়ণের অর্চনা করিলে সকল দেবদেবীই তুষ্ট থাকেন। গুরুর বাক্য বই বেদ নাই, পালন বই কর্ম নাই -মুক্তি ও নাই। গুরুর আজ্ঞা ধরিয়া চলাই হরিনাম। এই জানবেন ভগবত সেবা। কৈবল্যনাথাই নামের মূর্তি, তাঁর সেবা পরিচর্যায় যত্নবান হইবেন।
-শ্রীশ্রীরামঠাকুর 🌺🌿

Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on 18:10 Rating: 5

No comments:

Powered by Blogger.