শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী~

 

শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী~
*সন্ধিক্ষণেই নাম করা প্রশস্ত। রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে - এই সন্ধিক্ষণ। এই সময় মন পবিত্র থাকে। যেমন অমাবস্যা ও পূর্ণিমা আছে, মানুষের মনও তেমনি কখনো ভালো থাকে, কখনও মন্দ থাকে। সংসার মহাপাঁক। পাঁকে পড়লে ওঠা কঠিন ।
*আমি তো আপনাগো হাত ধইরাই আছি। আপনারাই হাত ঝামটা দিয়া আমারে ছাইড়া যান ।
*নিজের ঠাকুরের গুরুভার অন্যের ওপর দিতে নাই।
*যেই রাম সেই শ্যাম, আমি শ্যামকে আমার সব দিয়া দিছি আপনারা শ্যামের কাছে যান্ ।
*কাহাকেও রাখিয়া যাইব না। মাজা (কোমর) ভাঙ্গিয়া নিলেও নিব ।
*স্বয়ং শ্রীকৃষ্ণও পান্ডবদের সঙ্গে বনে বনে বহু বৎসর অনাহারে, অনিদ্রায় কাটাইয়াছেন, বহু যুদ্ধ বিগ্রহাদিতে বহু কষ্ট পাইয়াছেন, তিনিও প্রারব্ধ ভোগ হইতে রেহাই পান নাই। স্বয়ং পূর্ণব্রহ্ম রামচন্দ্র চতুর্দশ বৎসর সীতাদেবী ও ভ্রাতা লক্ষণসহ বনে বনে অনাহারে অনিদ্রায় পর্ণ কুটিরে অতি দীনভাবে কালাতিপাত করিয়াছিলেন। তিনিও প্রারব্ধের হাত হইতে রক্ষা পান নাই। দেখুন আমারও পায়ে মাঝে মাঝে বাতের আক্রমণ হইয়া ঘরের মধ্যেই আবদ্ধ থাকিয়া কত কষ্ট পাইয়া থাকি ; আমারও প্রারব্ধের হাত হইতে রক্ষা নাই ।
*যাহারা প্রসাদ গ্রহণ করিতে আসেন, তাহারা হাতে করিয়া মাথায় করিয়া প্রসাদ গ্রহণ করিয়া ধন্য হন। কেহই বাদ যান না। যাঁহারা ভূরি ভোজন করিতে আসেন, তাঁহারা ভূরি ভোজন নিয়া ব্যস্ত থাকেন ।
*রোজ রোজ প্রার্থনা করেন ক্যান্ ? প্রার্থনা করা খুবই খারাপ। ইহাতে নাম বিনাম হইয়া যায়।
*ভগবান আপনার সম্মুখেই বসিয়া আছেন, সর্বদা দর্শন করিতেছেন, তথাপি এত কষ্ট করেন কেন ? আপনি নিয়মিত নিদ্রা যাইবেন ও সময়মত আহার করিবেন ।
*কার কর জপবেন? এই হাত কি আপনার? সব সময় নাম করলেই হইব ।
*পরশ্রীতে কাতরতা দুর্বলের ধর্ম, পরের ঐশ্বর্য্যের প্রতি লোভ করিতে নাই ।
*বিষ্ণু গেছেন দেবলোকে,ব্রহ্মা গেছেন পাতালে, আমি সত্যনারায়ণ মাঝখানে মায়াতে আবদ্ধ হইয়া আছি ।
*এই পৃথিবীর যা কিছু, কেহই যখন থাকবে না তখনও আমি থাকব ।
জয়রাম জয়রাম
গুরু কৃপাহী কেবলম্
শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী~ শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী~ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on 04:37 Rating: 5

No comments:

Powered by Blogger.