বেদবাণী তৃতীয় খণ্ড,(২৩)নং পত্রাংশ। শ্রীশ্রী রামঠাকুর।
(২৩) সংসারের যে সকল সুখ-দুঃখ প্রদ আগমপায়ী গতাগতি অস্থায়ী আবরণের প্রতি যত্ন নেওয়া কি তাহার পরিহারের জন্য কোন রকমই ব্যাপ্ত থাকিতে নাই। ঐ সকল পদার্থই কালচক্রে প্রারব্ধ-ভোগ মাত্র উপস্থিত করিয়া থাকে। এই সকলি ইন্দ্রিয়গ্রাহ্য মাত্র। ইহাদের আহরণ করার বিষয়কে তুচ্ছ করিয়া যাইতে হয়। ……সহিষ্ণুতাই পরম শক্তি। ………সংসারে একমাত্র পতিসেবাই পরম ধর্ম্ম, ইহার হাত ছাড়িতে যদি কোন বাধা উদয় হয় তবে তাহাকে সর্ব্বদা ত্যাগ করিবে। এই ত্যাগের জন্যই সহ্য করা দরকার। যে গিয়াছে তাহাকে পাওয়া যাইতে পারে না ইহাই জানিয়া বিচার করিয়া নিত্যই ধৈর্য্য আহরণ করিবে। এ সংসারে যাহা কিছু দেহ নিয়া সম্বন্ধ তাহা কখনও স্থির হইয়া থাকে না। সকলি চলিয়া যায়। বালক হইতে বৃদ্ধ জরা ব্যাধি দুঃখ আসিয়া আক্রমণ করিয়া থাকে। এই অনিত্য বস্তুর জন্য চিন্তাভাবনা করা উচিত নহে। যতদিন বাঁচিয়া থাকিবে ততদিন তাহার প্রতি যথাসাধ্য শান্তি দেবার চেষ্টা করিবে। মরিয়া কি নষ্ট হইয়া গেলে তাহার জন্য দুঃখ করিতে হয় না। ইহাই সত্য।
No comments: