ভক্তির শক্তি — ঠাকুরের চিত্রপটে অর্পিত লিচুর অলৌকিক কাহিনি!" "Faith in the Image — The Miraculous Story of the Sacred Litchis!"
ভক্তির শক্তি — ঠাকুরের চিত্রপটে অর্পিত লিচুর অলৌকিক কাহিনি!"
"Faith in the Image — The Miraculous Story of the Sacred Litchis!"
🌸 📿 ভক্তি দিলে, ঈশ্বর গ্রহণ করেন — এমনই এক অলৌকিক সত্য! 🌸
মহেন্দ্র বাবু একদিন রোহিণী বাবুর বাড়ি গিয়েছিলেন।
রোহিণী দা বললেন – "এই যে লিচু এসেছে, ঠাকুরের বেদিতে অর্পণ করলাম।"
মহেন্দ্র বাবু সঙ্গে সঙ্গে বললেন –
“রোহিণী দা, এটা তো শুধুই ছবি! ঠাকুরকে দিলে ঠিক আছে, কিন্তু ছবির সামনে ফল দিলে সেটা তো ভণ্ডামি নয়?”
রোহিণী দা হেসে বলেছিলেন –
“ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে…”
🕰️ তিন মাস পরে আশ্বিন মাসে ঠাকুর এলেন রোহিণী দার বাড়ি।
মহেন্দ্র বাবুও তখন উপস্থিত।
ঠাকুর বললেন –
“চিত্রপটের সামনে বেদিতে রাখা লিচুগুলো নিয়ে এসো।”
(হ্যাঁ, সেই তিন মাস আগে অর্পিত লিচু!)
মহেন্দ্র বাবু অবাক হয়ে দেখলেন –
🍈 লিচুগুলো তখনও টাটকা মনে হচ্ছে!
ছাড়াতেই দেখা গেল –
ভেতরে কেবল আটি, শাঁস নেই।
ঠাকুর তখন বললেন –
“ভক্তি কইরা কিছু দিলে, তা আমি গ্রহণ না কইরা পারি না।”
🙏 বন্ধুজন, আজকের দিনে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় –
যে যেখানে আছেন, যেমন আছেন, যদি ভক্তি থাকে, ঈশ্বর ঠিকই গ্রহণ করেন।
🌼 নাম, বিশ্বাস, শ্রদ্ধা – এ তিনেই ঈশ্বরের সান্নিধ্য।
🕉️ ভক্তির গুরুত্ব বুঝেছেন? পোস্টটি শেয়ার করুন যেন অন্যের মনেও বিশ্বাসের দীপ্তি জাগে।
#SriSriRamThakur #ভক্তিরশক্তি #ঠাকুরেরলীলা #RamThakur #FaithMiracle #SpiritualStory #Bhakti
No comments: