..............

 রোহিনী বাবু ও মহেন্দ্র বাবুর সহিত শ্রী শ্রী ঠাকুরের চিত্রপটের উদ্দেশ্যে ঠাকুরের বাক্য

মহেন্দ্র বাবু একদিন রোহিণী বাবুর বাসায় গেলে, রোহিণী বাবু মহেন্দ্র বাবু কে বললেন নাও মহেন্দ্র কীর্তন ধরো মহেন্দ্র বাবু বললেন তাই ভালো রহিনি দা এই যে ছুটি পেলেই তোমার বাসায় আসি। এই কথা বলতে রোহিনী বাবু বললে এক মিনিট দাড়াও আমার এক বিহারী বন্ধু এক ঝুড়ি লিচু পাঠিয়েছেন তোমাকে দি এই কথা বলতে!! মহেন্দ্র বাবু রোহিণী বাবুকে বললেন রোহিনী দা এটা আপনি কী করলেন!! রোহিনী দা বললেন কেন ঝুলি থেকে কিছু লিচু নিয়ে ঠাকুরের বেদীতে ঠাকুরের উদ্দেশ্যে দিলাম,
ঠিক সেই মুহুর্তে মহেন্দ্র বাবু হেসে বললেন এটা কিন্তু তোমার ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় রোহিণী দা,ওইখানে ঠাকুরের একটি ছবি আছে মাত্র শুধুই চিত্রপট ঠাকুরকে দাও ঠিক আছে কিন্তু তাকে দেওয়া আর তার ছবির উদ্দেশ্যে কিছু দেওয়া দুটো জিনিসের পার্থক্য আছে না!! এই কথা বলতেই রোহিনী বাবু হেসে বললেন মহেন্দ্র ঠিক আছে এই নিয়ে পড়ে মীমাংসা হবে,,রোহিণী দা লিচু গুলি বেদীতে দিয়েছিলেন আষাঢ় মাসে তার প্রায় 3 মাস পর আশ্বিন মাসে ঠাকুর বাড়িতে এসেছেন এমন একদিনে যেদিন মহেন্দ্র বাবুও ছিলেন ঠাকুর মহেন্দ্র বাবুকে চিত্রপট এর সামনে বেদি থেকে শুকনো ফুল বেলপাতা পরিবেষ্টিত লিচু গুলি নিয়ে আসতে বললেন লিচু গুলি আগের মতোই ফুলে ছিল!! ঠাকুর মহেন্দ্র বাবুকে লিচু গুলি ছাড়াতে বলেন ছাড়াবার পর দেখা গেল ওগুলোতে আটি ছাড়া আর কিছুই নেই শ্বাস তো একেবারেই নেই ঠাকুর তখন মহেন্দ্র বাবুকে বলেন অহন বিশ্বাস হয়েছে তো যে ভক্তি কইরা কিছু দিলে তা গ্রহণ না কইরা পারে না.
Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 21:44 Rating: 5

No comments:

Powered by Blogger.