"সর্বদা নাম করিবেন।
"সর্বদা নাম করিবেন।
ভগবান কালেতে সময় ফিরিয়া শুভপদ দিবেন। ভাগ্যগতিকে লোকে নানান রকম উৎপাতে পড়িয়া, নানান লাঞ্ছনা ভোগ করিয়া কত কষ্ট পাইয়া থাকে।স্ব স্ব ভাগ্যেই সকল হইয়া খাকে। এই প্রারব্ধ ভোগ মুক্তের জন্য একমাত্র ভগবান নাম বিস্তার করিয়া রাখিয়া দিয়াছেন। সেই নামের বশ হইয়া থাকিলে 2 সকল প্রকার প্রারব্ধ ভোগ কাটিয়া যাইতে পারে। ....কেবল নাম করিবেন, মনের সুখ না হইলেও নাম ভুলিবেন না। নাম বই আর গতি নাই। চেষ্টা যাহা করিতে হয়, চিন্তা যাহা করিতে হইবে প্রারব্ধ ই করিয়া নিবে, সকল অবস্থার বেগ ধৈর্য্য ধরিতেই চেষ্টা করিতে হইবে। "
-- শ্রী শ্রী রাম ঠাকুর
"সর্বদা নাম করিবেন।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
21:25
Rating:

No comments: