..............

গুরুকৃপা কি করিয়া পাওয়া যায়? ধৈর্য্যের সহিত সহিষ্ণুতার সহিত তাহার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া নির্দিষ্ট কর্ম করিলে।

 


শ্রীশ্রী ঠাকুরের শ্রী মুখে ব্যাখ্যা

গোবিন্দ কাহাকে বলে? গো মানে সত্য বা ব্রহ্ম, বিদ্ মানে জানা, গোবিন্দ মানে সত্যকে জানা।
ধৈর্য্য কাহাকে বলে? চিন্তাকে স্থির করিবার অভ্যাসই ধৈর্য্য, নামের উপর বিশ্বাস না থাকলে ধৈর্য্য হয় না, সুকৃতি না থাকিলে ধৈর্য্য সহজে আসে না।
সুখ ও আনন্দ কি একই নয়? না। ইন্দ্ৰিয়জাত হইতে আসে সুখ, আর ঈশ্বরের প্রীত্যর্থে যে কর্ম করা হয় তাহাতে আসে আনন্দ, আনন্দ আহৈতুকী, যেখানে আনন্দ সেখানে ভগবান বিরাজ করেন।
গুরুকৃপা কি করিয়া পাওয়া যায়? ধৈর্য্যের সহিত সহিষ্ণুতার সহিত তাহার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া নির্দিষ্ট কর্ম করিলে।
তপস্যা কাহাকে বলে? এই সংসারের মধ্যে থাইকা প্রাক্তন - প্রারব্ধ-ঋণ শোধ করতে দুঃসহ লাঞ্ছনা, গঞ্জনা, দুঃখ কষ্ট হইলেও তার বেগ অকাতরে সহ্য কইরা থাকারেই তপস্যা বলে।
জীবে দয়া কি? নিজের প্রতি দয়া করা। তোমার ভিতর যে জীব বদ্ধ রহিয়াছে তাহার উদ্ধারের প্রচেষ্টার নামই জীবে দয়া।
মানুষের বিপদ আসে কেন? শ্রীপদ বা নাম ভুলিলেই বিপদ, তাই যে কোন সময়, যে কোন স্থানে, যে কোন অবস্থায় নাম করিতে থাকিবেন।

‘নামের কি ফল? নাম জন্ম মৃত্যুর অতীত, নামের মধ্য দিয়া গুরুকৃপা সর্বক্ষণ বর্ষিত হয় ।


গুরুকৃপা কি করিয়া পাওয়া যায়? ধৈর্য্যের সহিত সহিষ্ণুতার সহিত তাহার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া নির্দিষ্ট কর্ম করিলে। গুরুকৃপা কি করিয়া পাওয়া যায়? ধৈর্য্যের সহিত সহিষ্ণুতার সহিত তাহার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া নির্দিষ্ট কর্ম করিলে। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 08:39 Rating: 5

No comments:

Powered by Blogger.