এম.এন ব্যানার্জি ইনকাম ট্যাক্স কমিশনার হবার জন্য পড়াশুনা নিয়ে খুবই ব্যস্ত।এমন সময় ঠাকুর গিয়ে তাঁর ওখানে হাজির।

 এম.এন ব্যানার্জি ইনকাম ট্যাক্স কমিশনার হবার জন্য পড়াশুনা নিয়ে খুবই ব্যস্ত।এমন সময় ঠাকুর গিয়ে তাঁর ওখানে হাজির।

"কি করেন মণিবাবু"
মণিবাবু ঠাকুরকে এ সময় দেখে তেমন খুশী হতে পারলেন না।ভাবলেন ঠাকুর এ সবের কী বুঝবেন। তাই অতি সংক্ষেপে বললেন, "আমি এখন খুব ব্যস্ত।পরীক্ষার জন্য তৈরী হচ্ছি।"
"দেখি কী বই পড়েন?"
সাহেব বলতে বাধ্য হলেন, "আপনি এ সবের কিছু বুঝবেন না।"
তবে ঠাকুরের জেদ, "দেখি না একটু।"
অগত্যা ব্যানার্জি মশাই অনিচ্ছাসত্ত্বেও বইখানা ঠাকুরের হাতে দিলেন।ঠাকুর বইখানা উল্টে-পাল্টে কয়েকটি পৃষ্ঠা দেখিয়ে ব্যানার্জি মশাইকে বললেন, "এই কয়টা পৃষ্ঠা একটু পড়বেন।"
সাহেব ঠাকুরের কথা অমান্যও করতে পারেন না।তাই ঐ কয়টি পৃষ্ঠাও একটু দেখে রাখলেন।পরদিন পরীক্ষার হলে প্রশ্ন দেখে সাহেবের চক্ষু স্থির।ঐ কয়টি পৃষ্ঠা থেকেই প্রশ্ন এসেছে,না দেখে গেলে অসুবিধা হ'ত।
শ্রীশ্রীঠাকুর প্রসঙ্গ
শ্রীশিতিকন্ঠ সেন গুপ্ত
পৃষ্ঠা ১১৮
এম.এন ব্যানার্জি ইনকাম ট্যাক্স কমিশনার হবার জন্য পড়াশুনা নিয়ে খুবই ব্যস্ত।এমন সময় ঠাকুর গিয়ে তাঁর ওখানে হাজির। এম.এন ব্যানার্জি ইনকাম ট্যাক্স কমিশনার হবার জন্য পড়াশুনা নিয়ে খুবই ব্যস্ত।এমন সময় ঠাকুর গিয়ে তাঁর ওখানে হাজির। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 21:32 Rating: 5

No comments:

Powered by Blogger.