..............

মনের স্বভাবই চঞ্চল, যে যে বিষয়ে মন যায় সেই সেই বিষয় হইতে মনকে বলপূর্ব্বক ফিরাইয়া নিয়া প্রাণের নিকট কিছুকাল রাখিতে রাখিতে মনস্থির হইয়া শান্তিরূপ ধারণ করে। ধৈর্য্যই সহায় সম্পদ জানিতে হয়।

 

শ্রীশ্রীঠাকুর একখানা চিঠিতে লিখেছিলেন-



ভগবানের শক্তি গুণের দ্বারা নানান রকম অবস্থা হয়। সেই গুণ হইতে মনের গতি বিশেষে বুদ্ধি চঞ্চল হইয়া কুপথ সুপথগামী হয়। তাহা হইতেই জীবসকল সুখী দুঃখী হইয়া থাকে। ঐ গুণের চালিত অবস্থার বেগ সততই সহ্য করিয়া থাকিবার চেষ্টা করিতে করিতে গুণ মার্জ্জিত হইয়া ভগবানের পরমানন্দ লাভ করিয়া জীব সত্য মুক্ত হইয়া থাকে। মনের স্বভাবই চঞ্চল, যে যে বিষয়ে মন যায় সেই সেই বিষয় হইতে মনকে বলপূর্ব্বক ফিরাইয়া নিয়া প্রাণের নিকট কিছুকাল রাখিতে রাখিতে মনস্থির হইয়া শান্তিরূপ ধারণ করে। ধৈর্য্যই সহায় সম্পদ জানিতে হয়।
বেদবানী - ১/২১৫.
মনের স্বভাবই চঞ্চল, যে যে বিষয়ে মন যায় সেই সেই বিষয় হইতে মনকে বলপূর্ব্বক ফিরাইয়া নিয়া প্রাণের নিকট কিছুকাল রাখিতে রাখিতে মনস্থির হইয়া শান্তিরূপ ধারণ করে। ধৈর্য্যই সহায় সম্পদ জানিতে হয়। মনের স্বভাবই চঞ্চল, যে যে বিষয়ে মন যায় সেই সেই বিষয় হইতে মনকে বলপূর্ব্বক ফিরাইয়া নিয়া প্রাণের নিকট কিছুকাল রাখিতে রাখিতে মনস্থির হইয়া শান্তিরূপ ধারণ করে। ধৈর্য্যই  সহায় সম্পদ জানিতে হয়। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 14:10 Rating: 5

No comments:

Powered by Blogger.