গরুড় দেবের উপরে স্বয়ং সত্যনারায়ণ - ইতিহাস এবং শ্রী শ্রী রামঠাকুর মহাশয়ের নির্দেশনা
এই ভিডিওতে শ্রী শ্রী রামঠাকুর মহাশয়ের নির্দেশিত গরুড় দেবের বিশেষ ভঙ্গিমার ইতিহাস এবং আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরা হয়েছে। কৈবল্যনাথের সিলমোহরের নকশা ও তার গুরুত্ব সম্পর্কে ঠাকুর মহাশয় কীভাবে বিস্তারিত নির্দেশ দিয়েছিলেন এবং তার আধ্যাত্মিক গভীরতা কী, তা এখানে ব্যাখ্যা করা হয়েছে।
এই আলোকময় যাত্রায় আপনাকে স্বাগতম, যেখানে আমরা শ্রী শ্রী রামঠাকুর মহাশয়ের পবিত্র শিক্ষার অন্তর্দৃষ্টি তুলে ধরছি। আজ আমরা সত্যনারায়ণের সঙ্গে গরুড় দেবের আধ্যাত্মিক সম্পর্ক এবং কৈবল্যনাথের সিলমোহরের তাৎপর্য উদঘাটন করব। সঙ্গে থাকুন। জয়গুরু!"
গরুড় দেবের উপরে স্বয়ং সত্যনারায়ন - এর ইতিহাস!!!
সেদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী রামঠাকুর মহাশয় উপস্থিত ভক্ত সম্মূখে মত প্রকাশ করিলেন যে কৈবল্যনাথ এর একটি সিলমোহর থাকা উচিত, যা দ্বারা কৈবল্যধামের সকল কাগজ পত্র ও দলিল পত্রে সীল মোহর থাকিবে।
শ্রীইন্দুভূষণ বাবুকে গরুড় দেবের চিত্র কেমন হইবে তাহা ঠাকুর মহাশয় বিশদ ভাবে বুঝাইয়া দিলেন, যেমন গরুড়ের দক্ষিণ পদের হাটু নত হইয়া ভুমি স্পর্শ করিবে,বাম পদের হাটু ঊর্ধ্বমুখী হইয়া চরন প্রান্ত ভূমিতে স্পর্শ করিয়া থাকিবে। দুই হস্ত থাকিবে যুক্তভাবে গুরু প্রণাম ভঙ্গিতে ইত্যাদি বর্ণনা দিয়ে ঠাকুর নিজেই বিছানার উপর সেই ভঙ্গিমায় বসিয়া ইন্দুভূষণ বাবুকে নিপুণভাবে বুঝাইয়া দিলেন।
তারপর ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর মহাশয় বলিতে লাগিলেন কৈবল্যধাম সম্পর্কিত সমস্ত প্রকার দলিল-দস্তাবেজ নথি কাগজপত্রাদি ধামের নিজস্ব সিলমোহরের ছাপাঙ্কিত থাকিবে এবং বর্তমান মোহন্ত পরবর্তী মোহন্তের নাম কাগজে লিখিয়া এই সীল মোহর দ্বারা গুপ্তভাবে রাখিয়া যাইবেন। যাহা কেবল মাত্র মোহন্তের বিয়োগের পর সর্ব্ব সম্মূখে খোলা হইবে।
আপনি রচিলে নাথ আপন কীর্তন।
মোর দোষ ক্ষম, দেহ চরণে শরণ।।
"আশা করি এই পবিত্র বার্তা আপনার আধ্যাত্মিক যাত্রাকে অনুপ্রাণিত করবে। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সমর্থন আমাদের ঠাকুরের শিক্ষাগুলি সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। জয়গুরু! জয়রাম জয়গোবিন্দ!"
কীওয়ার্ড (SEO-এর জন্য):
গরুড় দেবের ইতিহাস
শ্রী শ্রী রামঠাকুরের শিক্ষা
সত্যনারায়ণের পূজা
কৈবল্যনাথের সিলমোহর
গরুড় দেবের আধ্যাত্মিক চিত্র
রামঠাকুরের ভক্তদের জন্য বার্তা
জয়গুরু ভক্তিমূলক বিষয়
কৈবল্য সিলমোহরের ইতিহাস
আধ্যাত্মিক নকশার নির্দেশ
বাংলা ভক্তিমূলক ভিডিও
গরুড় দেবের উপরে স্বয়ং সত্যনারায়ণ - ইতিহাস এবং শ্রী শ্রী রামঠাকুর মহাশয়ের নির্দেশনা
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
04:21
Rating: 5
No comments: