আহার সম্বন্ধে ঠাকুর বিধিনিষেধ আরোপ করেন নাই।

 

শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রায় নমঃ 🌹
আহার সম্বন্ধে ঠাকুর বিধিনিষেধ আরোপ করেন নাই।
আমি একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলাম, আমার নিরামিষ খাওয়া উচিত কিনা? তিনি উত্তরে বলিয়াছিলেন "খাওয়াটাই ত অভাব, তাহা আবার আমিষ নিরামিষ কি?
যাহা ভাগ্যে উপস্থিত হইবে তাহাই খাইবেন। নাম করিবেন, নামেই সব ঠিক করিয়া আপনাকে পথ দেখাইয়া দিবে"।
জয়রাম
আহার সম্বন্ধে ঠাকুর বিধিনিষেধ আরোপ করেন নাই। আহার সম্বন্ধে ঠাকুর বিধিনিষেধ আরোপ করেন নাই। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on 07:15 Rating: 5

No comments:

Powered by Blogger.