অবিনাশ তুমি এখনও ঘুমাইয়া আছ ?
চোর যে তোমার সর্বস্ব লইয়া গেল ।
: - - শ্রীশ্রীরামঠাকুর ।
জয় গুরু
জয় রাম
জয় কৈবল্যনাথ


শ্রীশ্রীরামঠাকুর এইভাবে কাতকদিন ডিঙ্গামানিক বাড়িতে থাকিয়া পুনরায় নোয়াখালী চলিয়া গেলেন ।
সেখানে অবিনাশ চন্দ্র ময়রা নামে এক মিঠাইওয়ালা ছিলেন ।
তাঁহার বাড়ী ছিল শান্তিপুরে ।
নোয়াখালী শহরে তাঁর মিঠাইয়ের দোকান ছিল ।
তিনি সস্ত্রীক সেখানে বাস করতেন ।
ঠাকুরের প্রতি তাঁহার অগাধ বিশ্বাস ও ভক্তি ছিল ।
ঠাকুরও তাঁহাকে স্নেহের চক্ষে দেখতেন ।
আমরা তাঁহাকে অবিনাশ দাদা বলিয়া ডাকিতাম ।
তিনি ও তাঁহার স্ত্রী একবার আমাদের বাড়িতে আসিয়াছিলেন ।
তাঁহার মুখে আমরা ঠাকুরের অনেক কথাই শুনিয়াছি ।
সব মনে করতে পারি নাই ।
এক রাত্রিতে অবিনাশ দাদা এবং তাঁহার স্ত্রী নিজ গৃহে
শুইয়া ঘুমাইতে ছিলেন ।
এমন সময় অবিনাশ দাদা স্বপ্নে দেখিলেন একটা চোর
তাহার শয়ন গৃহে প্রবেশ করিয়া তাঁহার ক্যাশ বক্সটি লইয়া
যাইতে উদ্যত হইয়াছে ।
ঠিক সেই মুহূর্তে ঠাকুর যেন তাঁহাকে বলিতেছেন ,
" অবিনাশ তুমি এখনও ঘুমাইয়া আছ ?
চোর যে তোমার সর্বস্ব লইয়া গেল " ।
তৎক্ষণাৎ অবিনাশ দাদা ঘুম ভাঙ্গিয়া গেল ।
চক্ষু মেলিয়া দেখিলেন ,
চোর তাঁহার ক্যাশ বক্সটি বাহির করিয়া নিতে উদ্যত হইয়াছে ।
তৎক্ষণাৎ অবিনাশ দাদা চিৎকার করিয়া উঠিলেন ,
আর চোর ক্যাশ বাক্স ফেলিয়া পালিয়ে গেল ।
তিনি আলো জ্বালাইয়া দেখিলেন চোর তাঁহার কোন
জিনিসই নিতে পারে নাই ।
জয়রাম ।
শ্রী মাহেন্দ্রচন্দ্র চক্রবর্ত্তী ,
" শ্রীশ্রীরামঠাকুরের জীবন কথা "
পৃষ্ঠা সংখ্যা ৪৭ হইতে ।
অবিনাশ তুমি এখনও ঘুমাইয়া আছ ? চোর যে তোমার সর্বস্ব লইয়া গেল । : - - শ্রীশ্রীরামঠাকুর ।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
07:10
Rating:
No comments: