"সমুদ্রেরও তল আছে তোমার ঠাকুরের তল নাই। "
💥👏🌹
সদানন্দ চক্রবর্ত্তী ছিলেন শ্রীশ্রী রাম ঠাকুরের পরম ভক্ত।
একদিন ডাক্তার যতীন্দ্র মোহন দাশগুপ্ত শ্রীশ্রী রাম ঠাকুরের লীলা কথা আলোচনা প্রসঙ্গে সদানন্দ মহাশয়কে যাহা বলিয়াছিলেন তাহা সংক্ষেপে এইরূপ।
ডাক্তার জে এম দাশগুপ্ত চিকিৎসকের ভূমিকায় মাঝে মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমীপে যাইতে হইত।
কবি ব্যক্তিগত ভাবে ডাক্তার দাশগুপ্তকে অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখিতেন।
ডাক্তার দাশগুপ্তের প্রতি তাহার এইরূপ প্রীতি কেবলমাত্র সুচিকিৎসক হিসাবে নহে চিকিৎসার বাহিরেও ডাক্তার দাশগুপ্তের সমাজসেবামূলক কার্য্য সমূহ কবিগুরুকে ডাক্তারের প্রতি আকৃষ্ট করিতে সাহায্য করিয়াছিল।
চিকিৎসার বাহিরে নানাহ সামাজিক কার্য্যোপলক্ষে উভয়ের সাক্ষাৎ ঘটিত।
এমনই এক আলাপচারিতায় কবিগুরু ডাক্তার দাশগুপ্তের নিকট অতি বিনয়ের সহিত শ্রীশ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত কয়েকখানা চিঠি পড়ার ইচ্ছা প্রকাশ করিলেন।
ডাক্তার অত্যন্ত আনন্দের সহিত শ্রীশ্রী ঠাকুরের শ্রীহস্তে লেখা চার-পাঁচখানা চিঠি দিয়া কবিবরের ইচ্ছা পূর্ণ করিলেন।
চিঠিগুলি ইতিপূর্বে বিভিন্ন সময়ে ঠাকুর মহাশয় ডাক্তারকে লিখিয়াছিলেন।
বলাবাহুল্য ঠাকুরের চিঠিগুলি আধ্যাত্মিক রসে ছিল পরিপূর্ণ।
চিঠি কয়খানা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় তিন চার মাস পরে ডাক্তারকে ফেরৎ দিয়া কহিলেন---
ডাক্তার চিঠি কয়খানা বার বার পড়িয়া বুঝিলাম,
"সমুদ্রেরও তল আছে তোমার ঠাকুরের তল নাই। "
"তুমি বড়ই ভাগ্যবান এমন গুরুর আশ্রয় পাইয়াছ। "
সদানন্দ বাবুর নিকট জানা গিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি ডাক্তার জে এম দাশগুপ্ত অতি যত্ন সহকারে তাহার ব্যক্তিগত ডায়েরিতে লিখিয়া রাখিয়া ছিলেন।
ডাক্তারের মৃত্যুর পরে
সেই ডায়েরিখানা খুঁজিয়া পাওয়া যায় নাই।
শ্রীশ্রীরামঠাকুর সম্বন্ধে
বহু মূল্যবান তথ্য সেই
ডায়েরিতে লেখা ছিল।
জয়রাম জয়রাম জয়রাম
👏👏👏👏👏👏👏👏👏

Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on 18:05 Rating: 5

No comments:

Powered by Blogger.