একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম,জাতক অশৌচ বা মৃত অশৌচে নারায়ন শীলা ও গুরু পাদপদ্ম (যাহা আমি নিত্য পুজা করি) স্পর্শে কোন বিধি নিষেধ আছে কিনা? এই প্রসংগে ঠাকুর বলিলেন, "ঘরে যদি বৃদ্ধ পিতা মাতা থাকেন, তবে তাগো সেবা করেন না?খাইতে দেন না?ঠাকুর সেবাও সেই মন নিয়া করিবেন।
"কৃপাসিন্ধু রামঠাকুর"-- মনোরঞ্জন মুখোপাধ্যায়।
ঠাকুর সেবাও সেই মন নিয়া করিবেন।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
19:59
Rating:

No comments: