"আপনি সকালে যাহা খান তাহাই ভোগ দিবেন।

ঠাকুর বলিলেন, "এক গুরুর শিষ্য ছিল। সেই শিষ্য প্রত্যহ সকালে স্নান করিয়া তাহার গুরুর পূজা ও ভোগ দিত। পূজা ও ভোগ না দিয়া সে কিছুই খাইত না।"
আমি বলিলাম, "ঠাকুরমশায়, কান ঘুরাইয়া নাক না দেখাইয়া সোজাসুজি বলিলেই হয়, আমারও কি তাহাই করিতে হইবে?" তিনি মাথা নাড়িয়া বলিলেন, "হাঁ।" আমি বলিলাম,"কি ভোগ দিব? সকালে খাই চা, কখনও ডিমের অমলেট, কখনও বা চপ কাটলেট।" ঠাকুর বলিলেন, "আপনি সকালে যাহা খান তাহাই ভোগ দিবেন।"
শ্রীগুরু শ্রীশ্রী রামঠাকুর 
"আপনি সকালে যাহা খান তাহাই ভোগ দিবেন। "আপনি সকালে যাহা খান তাহাই ভোগ দিবেন। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 19:05 Rating: 5

No comments:

Powered by Blogger.