নাম করুন, অনবরত নাম করুন, নাম করিতে করিতে আপনা আপনিই কৃপা আসিয়া যায়, নাম ছাড়া কৃপা হয়না, যতই বলুন ঠাকুর আমায় কৃপা কর, ঠাকুর আমায় কৃপা কর।প্রাণের ঠাকুর বলেছেন-- আশির্বাদ চাইতে হয়না, আশির্বাদের কর্ম করিলে আশির্বাদ আপনা আপনিই আইসা যায়।💐জয় রাম
No comments: