ভক্তি প্রেম শ্রদ্ধা হইতেই সেবাকার্য্য সম্পাদন হইয়া থাকে

ভক্তি প্রেম শ্রদ্ধা হইতেই সেবাকার্য্য সম্পাদন হইয়া থাকে।মন্ত্রাদির প্রতীক্ষা করে না, ভক্তি প্রেম শ্রদ্ধা হইতেই সেবাকার্য্য সম্পাদন হইয়া থাকে। ঐশ্বর্য্যাদির উপচারদিগকে প্রয়োজন করে না। গুরুর কৃপা ভিন্ন আনন্দ হৃদয়ে সঞ্চালন হয় না। স্বয়ং কর্ত্তৃত্বাভিমান সমস্যা পূরণ করিয়া দক্ষ প্রজাপতিও কোন যজ্ঞ সমাধান করিয়া উঠিতে পারেন নাই, মানবের কথা কি? জপাদি কর্ম্ম করিতে হইলেও ত কর্ত্তৃত্বভাবের পোষণ হয় না। সংসার নাটের তরঙ্গ হইতে মুক্তি লাভের জন্য সদ্ অসদ্ বিচার রহিত একাদেশ দৃঢ়তার রঞ্জনে পরিপক্কতা হয়। এই মাত্র শরণ নিয়া থাকাই পরমানন্দের গর্ভে ক্ষেপণ করিয়া থাকে। যাহা যখন পার করিবে, মনে রাখিবে আমার একজন উদ্ধারের কর্ত্তা এই প্রাণরূপে সর্ব্বঘটে সমান সত্ত্বায় বাস করেন।
ভক্তি প্রেম শ্রদ্ধা হইতেই সেবাকার্য্য সম্পাদন হইয়া থাকে  ভক্তি প্রেম শ্রদ্ধা হইতেই সেবাকার্য্য সম্পাদন হইয়া থাকে Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 07:55 Rating: 5

No comments:

Powered by Blogger.