..............

ঠাকুরের কথা যেস্থানে হয় সেস্থানে ঠাকুর স্বয়ং উপস্থিত থাকেন।

শ্রীশ্রী কৈবল্যনাথায় নমঃ

জয় রাম 

 "উপদেশদান কালে ঠাকুর বলিয়াছিলেন, ঠাকুর প্রসঙ্গ, ঠাকুরের কথা যেস্থানে হয় সেস্থানে ঠাকুর স্বয়ং উপস্থিত থাকেন। "গুরুর বাক্যই গুরু "ঠাকুরের এই মহান বাণী আমাদের সুদৃঢ়ভাবে স্মরণ রাখা একান্ত কর্তব্য। বেদবাণী পাঠ অথবা ঠাকুর প্রসঙ্গ আরম্ভ হইলে ধৈর্য সহকারে মনোযোগ দিয়া নীরব শ্রবণে ঠাকুরের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালবাসা জ্ঞাপন করাই কর্তব্য। শ্রবণ করিতে ভাল না লাগিলে সে স্থান ত্যাগ করা উচিত। সে সময় বাজে কথায় ও আলাপে ঠাকুরের প্রতি অশ্রদ্ধা অবজ্ঞা প্রদর্শন করা হয়। তাহা ঘোরতর অপরাধ। কৃষ্ণ রুস্ট হলে গুরু রক্ষিবারে পারে -গুরু রুস্ট হলে কেহ রক্ষিবারে নারে - ভুলিবেন না।
 জয় গোবিন্দ

my page at amazon online store



ঠাকুরের কথা যেস্থানে হয় সেস্থানে ঠাকুর স্বয়ং উপস্থিত থাকেন। ঠাকুরের কথা যেস্থানে হয় সেস্থানে ঠাকুর স্বয়ং উপস্থিত থাকেন। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 07:18 Rating: 5

No comments:

Powered by Blogger.