..............

একমাত্র নামকে স্মরণ করিবেন,সেই নামের আশ্রয় নিয়া থাকিলেই প্রাণরুপ সত্যনারায়ণ প্রকট হইবেন।

Image may contain: 1 person, standing and text

তিনি যুগে যুগে আসেন।প্রাণের পঞ্জরে তাঁদের পায়ের ধ্বনি প্রতিনিয়তই বাজিয়া উঠে।শ্রবণে ভাসিয়া আসে তাঁহারই 
নামসংকীর্ত্তনের মৃদঙ্গ।কখনও তিনি জ্যোতির সমুদ্র,কখনও তিনি সীমার মাঝে ঘনীভূত মূর্তি।শ্রীশ্রীঠাকুর একখানি চিঠিতে লিখিয়াছেন
---লোকসকল স্ব স্ব ভাগ্যানুসারে মনের দ্বারা প্রকৃতিতে আকৃষ্ট হইয়া ভাগ্যফল ভোগ করিয়া থাকে।এই ভাগ্যের ফলদাতা একমাত্র ভগবানই হন,অন্য কাহারও কোন অধিকার নাই।অতএব কর্ত্তৃত্ব ত্যাগ করিয়া প্রহ্লাদের ন্যায় অদ্বৈতভাবে সত্যনারায়ণের সেবা করুন।সাবিত্রী যেমন সত্যবানকে কাল হইতে মুক্ত করিয়াছিল,সেইরুপ আপনিও মনের দাসত্ব শৃঙখল কাটিয়া নিত্যরুপ সত্যকে পাইবেন।একমাত্র নামকে স্মরণ করিবেন,সেই নামের আশ্রয় নিয়া থাকিলেই প্রাণরুপ সত্যনারায়ণ প্রকট হইবেন।
ফেইসবুক  হইতে সংগ্রহীত। 
জয় রাম 

একমাত্র নামকে স্মরণ করিবেন,সেই নামের আশ্রয় নিয়া থাকিলেই প্রাণরুপ সত্যনারায়ণ প্রকট হইবেন। একমাত্র নামকে স্মরণ করিবেন,সেই নামের আশ্রয় নিয়া থাকিলেই প্রাণরুপ সত্যনারায়ণ প্রকট হইবেন। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 18:23 Rating: 5

1 comment:

Powered by Blogger.