..............

শ্রীমদ্ভাগবতে বলিয়াছেন---কলিযুগের শ্রেষ্ট ধর্ম্ম হইল নামসংকীর্ত্তন।শ্রীশ্রীরামঠাকুর তো নামের মন্দিরা লইয়াই আবির্ভূত হইয়াছিলেন।তিনি কলির কলুষ বিনাশ করিতে অবতীর্ণ হইয়াছিলেন।

এই মহানামের প্রবর্তক শ্রীকৃষ্ণচৈতন্য।তাহাতে আখর দিলেন শ্রীশ্রীরামঠাকুর।সর্ব্বদা ভগবানের উপর নির্ভর করিয়া নাম করিবেন।নামই আপনাকে শুচি করিয়া উদ্ধার করিবেন।

তাই তো সর্ব্ববিধ যজ্ঞ হইতে শ্রেষ্ট যজ্ঞ নামসংকীর্ত্তন।একমাত্র এই নাম উচ্চারণে যে ফল হইবে,কোটি বা অশ্বমেধ যজ্ঞ করিলেও অনুরুপ ফল লাভ হইবে না।

ভগবৎ নাম সমীপে সর্ব্বদাই ভগবান থাকেন।এই সুমধুর সান্নিধ্য লাভ করিতে হইলে একমাত্র নামই সম্বল জানিবেন।

গুরু ভজনায় যাঁহারা লিপ্ত থাকেন,সংকীর্ত্তন যজ্ঞে তাঁহারাই ধন্য।

এই সত্যবাক্যের পতাকা লইয়াই শ্রীকৃষ্ণচৈতন্য কলেবর শ্রীশ্রীরামঠাকুর এই ধরাধামে অবতীর্ণ হইয়াছিলেন।

তাই তো ঠাকুরের আয়তলোচন,আজানুলম্বিত বাহু,চরণযুগল তপ্ত কাঞ্চনের মত ছিল।শ্রীশ্রীরামঠাকুর সেবা মন্দিরের ভক্তগণ নিত্যনিয়ত ভক্তিভাবের পঞ্চপ্রদীপ জ্বালাইয়া প্রভুর আরাধনা করিতেছেন।

Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 21:38 Rating: 5

No comments:

Powered by Blogger.