..............

শ্রীশ্রীরাম স্তোত্রমের সংস্কৃত পদ্যের বাংলা রূপান্তর


পরম শ্রদ্ধেয় বিষ্ণুপাদ শ্রীশ্রী প্রভাত চন্দ্র চক্রবর্ত্তী মহোদয়ের শ্রীশ্রীরাম স্তোত্রমের সংস্কৃত পদ্যের বাংলা রূপান্তর শ্রীযুক্তসদানন্দ চক্রবর্ত্তী ॥
কলিকালিমা নাশি যেবা দিল প্রেমামৃত ধার।
সেই নিত্যানন্দ স্বরূপ রামে করি নমস্কার ॥
নির্গুণ হইয়া যেবা সর্ব্বগুণাধার।
শান্ত চিত্ত শান্তরূপে প্রকাশ যাঁহার ॥
দয়া প্রবণ চিত্ত যার নিত্য প্রজ্ঞাবান।
সেই রামচন্দ্রে মোর অশেষ প্রণাম ॥
সর্ব্ব কাম মুক্ত যেবা চিত্ত দ্বন্দ্বহীন।
নিত্যমুক্ত শুদ্ধ সেই ক্ষুৎতৃষ্ণা বিহীন ॥
সংসারান্ধ তমহারি জ্ঞান দাতা মোর।
রাসলীলা রসাস্বাদে সতত বিভোর ॥
ব্যক্ত অব্যক্তে সূক্ষ্মে কিংবা স্থূলে নিরবধি।
নিত্য মুক্ত বিন্দু রূপে চিদাকাশে স্থিতি ॥
ক্রেতাযুগে অসুর বধে নারায়ণ হরি।
লক্ষ্মণের সঙ্গে প্রভু হইলা অবতারী ॥
সেই রঘুত্তম এবে রামচন্দ্র নাম লয়ে।
জনমিল কমলা রাধামাধব আলয়ে ॥
দ্বাপর যুগেতে যেবা দেবকী জঠরে।
জনমিয়া বহু লীলা ব্রজগোপের আলয়ে ॥
সেই গোবিন্দ গোকুলানন্দ নররূপ ধরি।
বিহরে মানব মাঝে ব্রজরসে ভরি ॥
সেই নিত্যানন্দ স্বরূপ রামে করি নমস্কার ॥
নির্গুণ হইয়া যেবা সর্ব্বগুণাধার।
শান্ত চিত্ত শান্তরূপে প্রকাশ যাঁহার ॥
দয়া প্রবণ চিত্ত যার নিত্য প্রজ্ঞাবান।
সেই রামচন্দ্রে মোর অশেষ প্রণাম ॥
সর্ব্ব কাম মুক্ত যেবা চিত্ত দ্বন্দ্বহীন।
নিত্যমুক্ত শুদ্ধ সেই ক্ষুৎতৃষ্ণা বিহীন ॥
সংসারান্ধ তমহারি জ্ঞান দাতা মোর।
রাসলীলা রসাস্বাদে সতত বিভোর ॥
ব্যক্ত অব্যক্তে সূক্ষ্মে কিংবা স্থূলে নিরবধি।
নিত্য মুক্ত বিন্দু রূপে চিদাকাশে স্থিতি ॥
ক্রেতাযুগে অসুর বধে নারায়ণ হরি।
লক্ষ্মণের সঙ্গে প্রভু হইলা অবতারী ॥
সেই রঘুত্তম এবে রামচন্দ্র নাম লয়ে।
জনমিল কমলা রাধামাধব আলয়ে ॥
দ্বাপর যুগেতে যেবা দেবকী জঠরে।
জনমিয়া বহু লীলা ব্রজগোপের আলয়ে ॥
সেই গোবিন্দ গোকুলানন্দ নররূপ ধরি।
বিহরে মানব মাঝে ব্রজরসে ভরি ॥
( শ্রীশ্রীঠাকুরকে জানুন- কৈবল্য ভুবন )
কলিযুগে জীব দুঃখে হইয়া কাতর।
শচীগর্ভে অবতীর্ণ শ্রীগৌরসুন্দর ॥
যে রাসরসতত্ত্ব ছিলরে গোপনে।
জীব ক্লেশ নাশ লাগি দিলা জনে জনে ॥
প্রচ্ছন্ন প্রভুর সব গোপন আচার।
স্বগণে পালিল দিয়া ভ্রাতৃ আর বন্ধু ব্যবহার ॥
যাঁর কৃপালেশে যবন মুক্তি পাইল।
সেই রামচন্দ্র পদে প্রণতি রহিল ॥
কৃপাকণা লভি যেবা বিরজা পাইল।
কিষণ নামেতে তাঁর লোক আখ্যা ছিল ॥
হেন রামচন্দ্রে মোর কোটি নমস্কার।
ভক্তি ভরে শ্রীচরণে নমি বারম্বার ॥
সহজে কাতর প্রভু পরের ব্যাধিতে।
আকর্ষিয়া লয় ব্যাধি নিজের দেহেতে ॥
হেন রামচন্দ্রে মোর কোটি নমস্কার।
ভক্তিভরে শ্রীচরণে নমি বারম্বার ॥
সর্ব্বশাস্ত্র মন্থন করি এই শিক্ষা দিল।
চিত্তে স্থির থাক সদা সবারে কহিল ॥
গুরু পদাশ্রয় করি প্রাণ ধর্মের করহ সাধন।
শান্ত হ’লে শান্তি লাভ এই সিদ্ধান্ত করণ ॥
হেন প্রভুর পাদপদ্মে করি নমস্কার।
চরণে শরণাগতি রহুক আমার ॥
সর্ব্ব দেশিকেরে দিল দিশার নির্দ্দেশ
হেন রামচন্দ্র পদে প্রণতি অশেষ ॥
যারে কাছে দেখে তারে করয়ে নির্দ্দেশ।
সমুধর স্বরে বিনয় করয়ে অশেষ ॥
হেন প্রভুর পাদপদ্মে মোর নমস্কার।
শ্রীচরণে নতি গতি রহুক আমার ॥

প্রবিশুদ্ধ রাম মূর্ত্তি করহে ধ্যেয়ান।

সদামুখে জপ তাঁর সুবিমল নাম ॥
চরণারবিন্দে সদা সেবা-অধিষ্ঠান।
করুণামৃত তাঁর সদা হউক পান ॥
প্রমুগ্ধমতিতে থাকি মায়ার অধীনে।
সুবিচিত্র লীলা তাঁর বর্ণিব কেমনে ॥
জয়রে জয় রাধামাধব-কমলা কুমার।
ভাবাতীত ভাবসিন্ধু রাম কলি-গূঢ়-অবতার ॥
হেন প্রভুর পাদপদ্মে কোটি নমস্কার।
কেহ অপরাধ ইথে না লইও আমার ॥
কোথারাম যাকে দেব-ঋষি সদা করে স্তুতি।
কোথা মুই ছার দুষ্ট শিশু অল্পমতি ॥
কোথা রাম মরামরে চিন্তায় না পায় সীমা।
মুই মূঢ় দুষ্ট মতি বর্ণিতে চাহি তোমার মহিমা ॥
শ্রীরামচন্দ্র মোর যা বোলান বাণী।
তাই কহি ভাল মন্দ কিছুই না জানি ॥
তথাপি মূকের ভাগ্য মনের উল্লাস।
দোষ ক্ষমি (রামচন্দ্রগণ) সবে মোরে কর নিজ দাস ॥
( শ্রীশ্রীঠাকুরকে জানুন- কৈবল্য ভুবন )

ফেইসবুক  থেকে  সংগৃহীত।

শ্রীশ্রীরাম স্তোত্রমের সংস্কৃত পদ্যের বাংলা রূপান্তর শ্রীশ্রীরাম স্তোত্রমের সংস্কৃত পদ্যের বাংলা রূপান্তর Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 10:05 Rating: 5

No comments:

Powered by Blogger.