..............

জয় রাম,সেবার প্রধান উপচার ভালবাসা

সেবার প্রধান উপচার ভালবাসা

SUBRATA MAJUMDER





জয় রাম  জয় রাম জয় রাম।

সেবার প্রধান উপচার ভালবাসা
    একদিন ঠাকুরমশাই প্রভাত বাবুর কাছ থেকে চার আনা পয়সা চেয়ে নিয়ে একাকী পথে বেরুলেন -প্রভাত বাবু গোপনে তাঁকে অনুসরন করে দেখলেন, ঐ চার আনা পয়সা দিয়ে ঠাকুরমশাই একটা দোকান থেকে  মুড়ি কিনে কাপড়ের খুঁটে বেঁধে নিয়ে সাগরসৈকতে একটি ছায়াভরা বৃক্ষতলে উপস্থিত হয়েছেন।
   
সেই বৃক্ষতলে উপবিষ্ট যিনি, তাঁর সন্মুখে ঠাকুরমশাই বস্ত্রাঞ্চল প্রসারিত করে দিয়ে করজোড়ে বসে আছেন,আর প্রসারিত বস্ত্রাঞ্চল থেকে তিনি আনন্দে মুড়ি খাচ্ছেন।
কিছুক্ষণ বাদে ঠাকুরমশাই বাড়ীর দিকে ফিরলেন, কিন্তু বৃক্ষতলে উপবিষ্ট পুরুষটি কোথায়? সমুদ্র সৈকতে অংকিত রয়েছে কয়েকটি পদচিহ্ন, আর উত্তাল হাওয়ায় উড়ে যাওয়া কয়েকটি মুড়ি।
প্রভাত বাবু বাড়ি ফিরলেন। ঠাকুরমশাই কে তিনি গোপনে অনুসরন করেছিলেন, এজন্য মার্জনা চাইলেন। কিন্তু সর্বজ্ঞ ঠাকুরের তো সবই জানা।
প্রভাত বাবু জানতে চাইলেন যাঁকে তিনি মুড়ি খাওয়াচ্ছিলেন তিনি কে?
শ্রী শ্রী ঠাকুরের কাছেই শুনলেন, তিনিই আমাদের  পরমগুরু অনঙ্গদেব।
তুচ্ছ দুটি মুড়ি দিয়ে সেবা?
পুরীতে কি ভালমন্দ জিনিসের অভাব?
কিন্তু ঠাকুর যে প্রভাত বাবুকে জানাতে চান,
সেবার প্রধান উপচার ভালবাসা --
সেটাই উপাস্যের উপাদেয় খাদ্য।
ঠাকুরের অপূর্ব ভাষায় সেটিই ব্যক্ত হয়েছে -
- "ভালবাইস্যা তাহার যা দেওয়া যায় সেটাই তিনি আনন্দের সংগে গ্রহন করেন।
ভালমন্দ উপকরনের উপর নির্ভর কইর‍্যা থাকলে তাঁহার সেবা হয় না।
ভালবাসাটাই তাহার সেবা।
সেইখানে দ্রব্যের গুনাগুন  নাই। "
জয় গোবিন্দ জয় গোবিন্দ।


ফেইসবুক থেকে সংগৃহীত। 
শ্রী শ্রী রামঠাকুর এর কথা 

জয় রাম,সেবার প্রধান উপচার ভালবাসা জয় রাম,সেবার প্রধান উপচার ভালবাসা Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 12:32 Rating: 5

No comments:

Powered by Blogger.