বেদবাণী - প্রথম খন্ড ১৬০


বেদবাণী 

মনের চঞ্চলতার জন্য অনুতাপ করিবে না, কারণ তাহার স্বভাব ঐ রকম। 







সকল ভার গুরুতে ন্যস্ত রাখিয়া উপস্থিত সকল কার্য্য যথাসাধ্য করিয়া যাইবে।
 তাহাতে সিদ্ধ অসিদ্ধ লাভ লোকসানের দিকে লক্ষ্য রাখিবে না।
 কর্ম্ম করিতে করিতেই সকল কর্ম্ম শেষ হইয়া যাইবে, তখন আর মনের দরকার হইবে না। 
সকলি আপনার বাধ্য থাকিবে। কর্ম্ম হাতে থাকিলেই সুখ দুঃখজনক বাসনায় উত্পীড়ন করিয়া থাকে।
 বিবেকবুদ্ধি উত্পন্ন হইলে আপনি আপনিই সকল অভাব নাশ করিবে। চেষ্টা করিয়া বিবেকতা আসে না।
 কোনো চিন্তা ভাবনা করিবে না। 
স্ত্রী পুত্র পরিজন যাহারা মুখাপেক্ষী হইয়া আছে তাহাদিগকে যথাসাধ্য ভরণ পোষণ করাই ধর্ম্ম, ইহাতেও ভগবানের সেবা হয়।
 অনাসক্ত ভাবে এদের সঙ্গ লাভ হইলে মঙ্গলই হয়।
.
বেদবাণী - প্রথম খন্ড ১৬০




....
............
বেদবাণী - প্রথম খন্ড ১৬০ বেদবাণী - প্রথম খন্ড ১৬০ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 07:05 Rating: 5

No comments:

Powered by Blogger.