..............

ভগবান শ্রী কৃষ্ণ গরুর পুরানে মৃত্যু সম্পর্কে বেশ কিছু তথ্য রেখেছেন মানব জীবন যার যার,অর্থাৎ. নিজ নিজ কর্ম ফলের কারণে তাঁর জীবনে মৃত্যুর প্রভাব ফেলে।

ভগবান শ্রী কৃষ্ণ গরুর পুরানে মৃত্যু সম্পর্কে বেশ কিছু তথ্য রেখেছেন মানব জীবন যার যার,অর্থাৎ. নিজ নিজ কর্ম ফলের কারণে তাঁর জীবনে মৃত্যুর প্রভাব ফেলে।

জয়রাম 

ভগবান শ্রী কৃষ্ণ গরুর পুরানে মৃত্যু সম্পর্কে বেশ কিছু তথ্য রেখেছেন মানব জীবন যার যার,অর্থাৎ. নিজ নিজ কর্ম ফলের কারণে তাঁর জীবনে মৃত্যুর প্রভাব ফেলে।
মৃত্যু সম্পকে ভগবান স্রী কৃষ্ণ তিন টি সথ্য বলেগেছেন।
মৃত্যুর ভয় নেইএমন মানুষ পাওয়া খুব কষ্ট কর।এর পরবর্তী সময়ে  কী হবে,জন্মালে মরতে হবে এই সথ্য


তবু এই পরিস্থিতিতে  আমরা সকলে জানি।
জীবিত অবস্থায় একজন মানুষের করমই  তাঁর মৃতু র প্রভাব ফেলে।
শ্রী কৃষ্ণ তিন টি কথাই বলেছেন।
১-- যারা জীবদ্দশায়.   ধর্ম সততার পথে চলে।
জীবনের শেষ দিন পজন্ত ইশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারে,তাঁদের জীবনের শেষ খুভ  শান্তি পূর্ণ।


২--+স্বারথপরতা,অন্য কে তুচ্ছ করা। এই  মানসিকতা
সম্পন লোকেরা অন্তিম মুহূর্তে খুব ক  কষ্ট পায়।
৩-- যারা কারণে অকারনে মিথ্যে বলে,অনের  বিশ্বাস ভঙ্গ করে তাঁদের জীবন শেষ হয় জ্ঞান হীন অবস্থা



ভগবান শ্রী কৃষ্ণ গরুর পুরানে মৃত্যু সম্পর্কে বেশ কিছু তথ্য রেখেছেন মানব জীবন যার যার,অর্থাৎ. নিজ নিজ কর্ম ফলের কারণে তাঁর জীবনে মৃত্যুর প্রভাব ফেলে। ভগবান শ্রী কৃষ্ণ গরুর পুরানে মৃত্যু সম্পর্কে বেশ কিছু তথ্য রেখেছেন মানব জীবন যার যার,অর্থাৎ. নিজ নিজ কর্ম ফলের কারণে তাঁর জীবনে মৃত্যুর প্রভাব ফেলে। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 10:47 Rating: 5

No comments:

Powered by Blogger.