..............

রাম ঠাকুর এর কথা

🙏জয় রাম🙏জয় গোবিন্দ 🙏

" উত্তরপাড়ার লোকে ঠাকুরকে "দয়াময়" বলিয়া ডাকিত। বাস্তবিক সে স্হানে তিনি সাধারণের উপর যে করুনা বিস্তার করিয়াছিলেন, তাহাতে তাঁহার "দয়াময়" নাম সার্থক হইয়াছিল।

এখানে এক কুষ্ঠরোগী ঠাকুরের চিকিৎসায় ও শুশ্রূষায় আরোগ্য লাভ করিয়াছে। এখানে ঠাকুর এক দুঃস্হা বর্ষীয়সী বিধবা মহিলাকে "মা" বলিয়া ডাকিতেন। এই মহিলার মুখে শুনিয়াছি এক রাএিতে উত্তরপাড়ার মেথর পল্লিতে হঠাৎ আগুন লাগিয়া যায়। দেখিতে দেখিতে আগুন ভীষণ আকার ধারণ করে। দরিদ্রের কুঠিরগুলি অগ্নিতে ভস্মিভূত হইতেছে দেখিয়া "দয়াময়" ঠাকুর ব্যথিত হইলেন, অগ্নি নির্বাপণে ছুটিয়া গেলেন।

গঙ্গা হইতে কলসী কলসী জল উঠাইয়া আনিয়া আগুনে ঢালিতে লাগিলেন। তাঁহার সাহায্যার্থ আরও লোক আসিল। সকলের চেষ্টায় অগ্নি নির্বাপিত হইল। কিন্তু পিচ্ছিল পায়ে পড়িয়া যাওয়ায় ঠাকুর হাঁটুতে গুরুতর আঘাত পাইলেন। ফলে অনেকদিন দুঃসহ যন্ত্রণা ভোগ করিলেন। পূর্ব হইতেই হাঁটুতে বাতের বেদনা ছিল, তার উপর এই গুরুতর আঘাতে তিনি একেবারে শয্যাশায়ী হইলেন।
                  "জীবন কথা"
নামময় হোক আমাদের সকলের প্রাণ 🙏

রাম ঠাকুর এর কথা রাম ঠাকুর এর  কথা Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 21:30 Rating: 5

No comments:

Powered by Blogger.