বেদবানী


                                                                            বেদবাণী ১ খণ্ড। 

       
১/২২৫।  “ সংসার মায়াময়, হিতাহিতের তরঙ্গ বুঝিয়া উঠা যায় না। এমতাবস্থায় ধৈর্য‌্য ধরিয়া থাকা‌ই পরম পবিত্র এবং সুখী হ‌ইয়া থাকে। ভাল মন্দ সৎ অসৎ বিচার করার ক্ষমতা জীবের নাই। সংসারে পিতা মাতা পুত্র কন‍্যা স্ত্রী ভ্রাতা ভগ্নী ইষ্ট কুটুম্বস্বরূপে নিত্য বিরাজ করেন। অত‌এব সকলের সঙ্গে প্রণয় প্রীতিলাভ না হ‌ইলে ভগবৎপদ পা‌ওয়া যায় না। ভগবান‌কে লাভ করিতে না পারিলে সংসারের ভাগ্য‌ফল শেষ করিবার কোন শক্তি নাই। এ জগতে সকলে‌র ভালোবাসা লাভ করিতে হ‌ইলে সকলের দোষ উপেক্ষা করিতে সহিষ্ণুতা আহরণ করিতে হয়। কাহার‌ই কোন দোষ ল‌ইতে নাই।”

বেদবানী বেদবানী Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 21:30 Rating: 5

No comments:

Powered by Blogger.