বেদবানী সাধ্য ও সাধন তত্ত্ব----- শ্রী শ্রী রাম ঠাকুর

"কর্ম্মভোগ"
    
         লোক সকল স্ব স্ব ভাগ্যবশে প্রকৃতির তারতম্য অনুসারে এই মরভূমে অস্থায়ী  বস্তুর প্রলোভনে আকৃষ্ট  হইয়া দেহ গেহ সমাজের দ্বারা সুখী  দুঃখী  ইত্যাদি বিদ্যা বুদ্ধি লাভ করিয়া ঐ প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে।একেই কর্ম্মভোগ বলিয়া জানিবেন।এই ভোগই ভাগ্য অনুসারে হয়।এই ভোগদান করিলেই শান্তি পদ উপভোগের অধিকারী  হয়।
                           (২/১)

বেদবানী সাধ্য ও সাধন তত্ত্ব----- শ্রী শ্রী  রাম ঠাকুর

বেদবানী সাধ্য ও সাধন তত্ত্ব----- শ্রী শ্রী রাম ঠাকুর বেদবানী সাধ্য ও সাধন তত্ত্ব----- শ্রী শ্রী  রাম ঠাকুর Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 09:47 Rating: 5

No comments:

Powered by Blogger.