..............

শ্রীশ্রীরামঠাকুর বেদবানী ২য় খন্ড (২২২)

প্রাক্তন-ভোগ ত্রিবিধ উৎপাত হইতে সম্পাদন হইয়া থাকে। লোকসকল ঐ উৎপাতে বিভোর হইয়া নানা উপায় কর্ত্তা হইয়া করিয়া থাকেন বটে, কিন্তু মরভূম ত্যাগ করিতে পারে কে?
একমাত্র সত্যই মরভূমের পারে অবস্থিত আছেন। এই সত্যব্রতই মর সংকরজাত ত্রিবিধ উৎপাত হইতে রক্ষা করিয়া আপন কোলে স্থানদিয়া ত্রাণ করেন জানিবেন। অতএব সত্যনরায়ণের গোরে অর্থাৎ কোলে পড়িয়া থাকিলে কোন উপদ্রব লাগিতে পারে না।

সত্যনারায়ণকে ভুলিয়াই অসত্য অর্থাৎ রসে লোভিত হইয়া, মরভূমের ঋণপাশে আবদ্ধ হইয়া বিবিচ্ছেদভাবে ভ্রমণ করিয়া নানারুপ ভয়, শোক,আতঙ্ক উপভোগ করিতে করিতে দিশা হারাইয়া ফেলে।

--- শ্রীশ্রীরামঠাকুর
বেদবানী ২য় খন্ড (২২২)

শ্রীশ্রীরামঠাকুর বেদবানী ২য় খন্ড (২২২) শ্রীশ্রীরামঠাকুর
বেদবানী ২য় খন্ড (২২২) Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 09:49 Rating: 5

No comments:

Powered by Blogger.