শ্রী রামঠাকুর বেদবানী ২য় খন্ড(১)

জয় রাম শ্রীগুরু কৃপাহি কেবলম।
লোক সকল স্ব স্ব ভাগ্যবশে প্রকৃতির তারতম্য অনুসারে এই মরুভূমে অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া দেহ গেহ সমাজের দ্বারা সুখী দু:খী ইত্যাদি বিদ্যা বুদ্ধি লাভ করিয়া ঐ প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে।একেই কর্ম্মভোগ বলিয়া জানিবেন।এই ভোগই ভাগ্য অনুসারে হয়।এই ভোগদান করিলেই শান্তি পদ উপভোগের অধিকারী হয়.....মন হইতেই সুখ দু:খ ভোগ হয়।এই জন্যই পতিসেবার মহত্ত্ব নিয়োগ বিধান করিয়া স্বভাবেই দাসত্ব সেবা হইয়া থাকে।মনের দরকার হয় না।সকর প্রাণীর সত্যরুপ আত্মা একই হয়,ভিন্ন কেহই নয়,দেহই অবয়বই পৃথক পৃথক দেখা যায়।

-শ্রী শ্রী রামঠাকুর
বেদবানী ২য় খন্ড(১)

শ্রী রামঠাকুর বেদবানী ২য় খন্ড(১)  শ্রী রামঠাকুর
বেদবানী ২য় খন্ড(১) Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 09:54 Rating: 5

No comments:

Powered by Blogger.