শ্রী শ্রী রামঠাকুরবেদবানী ২য় খন্ড(৩)
"এই সংসার মায়ামুগ্ধ বশত: বাসনা জালে চরাচর ঘুরিয়া বেড়াইতে হয়।
প্রয়োজন বিষয় জানিতে না দিয়া কেবল অনিত্য অভাবেরই সৃষ্টি করিয়া ফেলে।
মনে যাহা ভাল বোধ করে তাহাই করিয়া থাকে।
তজ্জন্য হিতাহিত বর্জ্জিত হইয়া কেবল বাসনায় বদ্ধ হয়,সংসার ক্ষয় যায় না।
কেবল জন্ম মৃত্যুর দন্ড লাভ করে।"
-শ্রী শ্রী রামঠাকুর
বেদবানী ২য় খন্ড(৩)
শ্রী শ্রী রামঠাকুরবেদবানী ২য় খন্ড(৩)
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
09:50
Rating:
No comments: