..............

Sri sri Ramthakurar kotha(রামঠাকুরার কথা, )



আমাদের উপলব্ধি র জন্য ঠাকুর একবার চৌমুহনী হইতে উপেন্দ্র কুমার সাহার মারফত সত্যনারায়ণ পূজার জন্য কলিকাতার আর্ল ষ্ট্রীট -এ ঁকুঞ্জলাল মজুমদার মহাশয়ের বাড়ীতে ৫টাকা পাঠাইয়া দেন এবং সঙ্গে এক টুকরা কাগজে ঠাকুর লিখিয়াছিলেন,"সত্যনারায়ণ দয়া করিয়া তোমার সিন্নির ৫টাকা গ্রহণ করিবা।ইতি দয়াময় সত্যনারায়ণ। " তাহলে দেখা যায় কলিজীবের উদ্ধারের জন্য রামঠাকুর একাধারে শ্রী শ্রী কৈবল্যনাথ ও আর একদিকে শ্রী শ্রী সত্যনারায়ণের স্বরূপ প্রকাশ করিলেন। 



[সংগৃহীত তথ্য শ্রী গুরুদয়াল বসুরায়চৌধুরী রচিত,শ্রী গুরুরামকৃপাহিকেবলম গ্রন্থথেকে নেওয়া]

ফেইসবুক  থেকে সংগৃহীত। 

Sri sri Ramthakurar kotha(রামঠাকুরার কথা, ) Sri sri Ramthakurar kotha(রামঠাকুরার কথা, ) Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 10:58 Rating: 5

No comments:

Powered by Blogger.