

আশ্রম প্রতিষ্ঠা উপলক্ষে আমি যখন নোয়াখালী হইতে চট্টগ্রাম রওনা হই, নোয়াখালী রেল স্টেশনে আমাদের 'নবাব সাহেব' নামক একজন মুসলমান ফকির আমার সহিত মিলিত হন এবং আমি গুরুর আশ্রম প্রতিষ্ঠার জন্য যাইতেছি বলায়, তিনি বলিলেন যে, তাহার গুরুর আশ্রমও চট্টগ্রামে এবং তিনিও তথায় যাইবেন। আমরা উভয়ই একসঙ্গে চট্টগ্রাম রওনা হইলাম। পাহাড়তলী স্টেশনে আসিয়া আমি গাড়ী হইতে নামিলে তিনি বললেন যে, তিনিও আমার সঙ্গে যাইবেন এবং তথা হইতে পরে তাহার গুরুর দরগায় যাইবেন। উৎসবের দিন সমস্ত সময়ই তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমরা প্রসাদ গ্রহন করিয়া উঠিলে, তিনি একটু পরে বলিলেন, 'ঠাকুর মহাশয় কৈ (কোথায়)?' আমি বলিলাম তিনি ঐ দিন আসিবেন না বলিয়া পূর্বেই জানাইয়াছেন। তাহাতে ফকির সাহেব বলিলেন, 'আপনারা যখন প্রসাদ লইতেছিলেন, তখন ত তিনি আপনাদের চারিদিকেই ঘুরিয়া বেড়াইয়াছেন, এখন কোথায় গেলেন?' তদুত্তরে আমি বললাম, 'কৈ আমরা ত তাঁহাকে দেখি নাই!' তত্রাচ ফকির সাহেব মৃদু হাসিয়া বলিলেন, 'তিনি ত উপস্থিত ছিলেন, আমি স্পষ্ট দেখিয়াছি। এখন কোথায় লুকাইলেন?' ইহার পর আর আমি কিছুই বলিলাম না। মনে মনে ভাবলাম যে আমাদের দেখিবার মতে চোখ নাই বলিয়া দেখি নাই, ঠাকুর নিশ্চয়ই আসিয়া ছিলেন।
জয় রাম 



"শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে" - শ্রীশুভময় দত্ত
No comments: