নাম সর্ব অবস্থায় পবিত্র ,

সেখানে শুচি অশুচি নাই , দিনক্ষণও নাই ।
যখন নেন , যতটা নেনে ,
ততই মঙ্গল ।
: - - শ্রীশ্রী রামঠাকুর ।
জয় গুরু জয় রাম ।
গুরু কৃপাহি কেবলম ।
শুভ সকাল ।
শ্রী মানোমোহন মালাকার স্তব্ধ হয়ে ঘরের এক পাশে বসেছিলেন,
ক্ষণকাল পরে তিনি উঠে দাঁড়ালেন ।
ঠাকুর মহাশয়ের কাছে গিয়ে প্রণাম করে বললেন ,
ঠাকুর মহাশয় , আমাকে কি নাম দিবেন ?
ঠাকুর মহাশয় বললেন , হ , এই নেন ।
দাতা উদ্যত কিন্তু যিনি নাম ভিক্ষা করলেন তিনি পশ্চাৎপদ ।
মালাকার বাবু বললেন ,
তিনি স্নান করেন নাই ,
বাসি কাপড়ও ছাড়েন নি ,
এই মত অবস্থায় নাম নেন কি করে ?
তার অসুবিধার কথাটা ব্যক্ত করায় ঠাকুর মহাশয় বললেন ,
নাম সর্ব অবস্থায় পবিত্র ,
সেখানে শুচি অশুচি নাই ।
দিনক্ষণও নাই ।
যখন নেন , যতটা নেনে , ততই মঙ্গল ।
অনেকক্ষণ ধরে ঠাকুর মহাশয় নামের কথা মালাকার
বাবুকে বললেন ।
কিন্তু বহু জন্ম জন্মান্তরীন সংস্কারের জগদ্দল পাষাণ স্তূপ তাহাতেও সূচ্যগ্র ভূমি নড়লো না ।
মালাকার বাবু জানতে চাইলেন যে ঠাকুর মহাশয় এখানে আগামীকাল পর্য্যন্ত থাকবেন কিনা ।
তাহলে তিনি আগামীকাল সকালে স্নান করে এসে নাম নেবেন ।
উত্তরে ঠাকুর মহাশয় বললেন , হ , আমি থাকুম ।
আপনার যখন ইচ্ছা , কালই নিতে পারেন ।
বাড়ীর দিকে কয়েক পা মাত্র অগ্রসর হয়েছিলেন
মালাকার বাবু ।
সহসা ফিরে এসে আবার ঠাকুর মহাশয়ের কাছে নাম
ভিক্ষা করিলেন ,
ঠাকুর মহাশয়ও নাম দিলেন ।
নামের অনেক কথা ঠাকুর মহাশয়ের শ্রীমুখ থেকে
তিনি শুনলেন ।
তখন মালাকার বাবুর মনে হচ্ছিল তিনি যেন স্নান শেষে ,
দৌত বাসে , ঠাকুর মহাশয়ের কাছে বসে আছেন ।
এমন স্নিগ্ধ ও পবিত্র ভাব এর পর শ্রী মানোমোহন মালাকার
বাবু তার নব্বই বৎসরের দীর্ঘ জীবনে আর কোন দিনও
অনুভব করেন নাই ।
জয় রাম ।
ফনিভূষণ চক্রবর্ত্তী ।
শ্রুতিতে রামঠাকুর ।
পৃষ্ঠা সংখ্যা ৪১ হইতে ।
জয় শ্রী রাম ঠাকুর। জয় গুরু সত্য নারায়ণ।।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on 12:43 Rating: 5

No comments:

Powered by Blogger.